অ্যাপল-১ কম্পিউটার নিলামে উঠছে

অ্যাপল-১ কম্পিউটার নিলামে উঠছে

অ্যাপল-১ পিসিগুলোর একটি আগামী ২১ সেপ্টেম্বর নিলামে উঠতে যাচ্ছে। যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস এই নিলাম ডাকবে বলে ঘোষণা দিয়েছে। পিসিটির দাম তিন লাখ ৩০ হাজার পাউন্ড উঠতে পারে বলে আশা করছেন তারা। অ্যাপলের প্রথম ব্যাচের এই কম্পিউটারটি এতদিন টম রমকি নামের এক ব্যাক্তির মালিকানায় ছিল। গত বছর এক নিলামে অ্যাপল-১ ব্যাচের অন্য একটি পিসির দাম পাঁচ লাখ ৬৩ হাজার ৯০৪ পাউন্ড ওঠায় রমকি তার মালিকানায় থাকা পিসিটির নিলাম করার সিদ্ধান্ত নেন। খবর: পিটিআই

উল্লেখ্য দুই উদ্যমী তরুণ স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক মিলে আজ থেকে চার দশক আগে একটি বাড়ির গ্যারেজে গড়ে তোলেন ‘অ্যাপল’। তাঁদের তৈরি প্রথম ব্যাচের পিসি হচ্ছে অ্যাপল-১, যা মূলত একটি মাদারবোর্ড। এই পিসির সাথে আলাদা ভাবে কেসিং, মনিটর এবং কিবোর্ড যুক্ত করা লাগে। সেসময় ৪৩৭ পাউন্ড দামে বাইট শপ নামে একটি প্রতিষ্ঠান এই ব্যাচের সবগুলো পিসি কিনে নিয়ে বাজারজাত করে।

নিলামে উঠতে যাওয়া পিসিটি ভাল অবস্থায় আছে বলে মত দেন অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন। তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৬৬ টি অ্যাপল-১ পিসি টিকে আছে।

Sharing is caring!

Leave a Comment