দুই দিনের প্রধানমন্ত্রী !

দুই দিনের প্রধানমন্ত্রী !

  • আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় ২০০৭ সাল থেকে কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূরণ করতে পারেননি, তিন বছরে এসেছেন চারজন। এরইমাঝে উইকিপিডিয়ায় প্রধানমন্ত্রীর তালিকায় নিজের নাম ঢুকিয়ে আলোচনায় এলো ১২ বছরের এক বালক। সম্প্রতি উইকিপিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দিন ছিল ব্রিসবেনের ওই বালকের নাম। সংবাদ : বিবিসি।

বিবিসি জানায়, সপ্তম শ্রেণির ছাত্র অরেলি ফেনেলন গেল সপ্তাহের শেষ দিকে নিজের মতো করে উইকিপিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের তালিকায় নিজের নামটা ঢুকিয়ে দেয়। ওয়েবসাইটটি তার এই এডিটের বিষয়টি ধরতেও পারেনি।

এ বিষয়ে বিবিসি নিউজবিটকে অরেলি বলে, ‘আমি ও আমার বন্ধুরা আমেরিকার রাজনৈতিক দৌড়ঝাপ নিয়ে কথা বলছিলাম এবং সেখান থেকে আমাদের মাথায় একটি বুদ্ধি আসে- ‘‘অরেলি ফর প্রাইম মিনিস্টার’’। বিষয়টি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম এবং তারপরে উইকিপিডিয়ার পৃষ্ঠাটি এডিট করি।’

এটা মুছে ফেলা হবে বলে ভেবেছিল সে। তবে তা হয়নি।

অরেলি এখন ইন্টারনেট ব্যবহারকারীদের মজা দিতে চান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হতে পারলে দেশকে প্রজাতন্ত্র ঘোষণা করে রাষ্ট্রপ্রধান হিসেবে রানী থেকে মুক্ত করার ইচ্ছ তার।favicon59

Sharing is caring!

Leave a Comment