মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে পাসের হার ৫৮ দশমিক চার শতাংশ। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০। সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা তিন হাজার ১৬২ টি, সরকারি ডেন্টালে ৫৩২ টি, বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ও বেসরকারি ডেন্টালে এক হাজার ৩৫৫ টি।

এদিকে, আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশের আগে থেকেই পরীক্ষার্থীরা টেলিটক মোবাইল নম্বরে খুদেবার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাচ্ছেন। ওই বার্তাতেই কে কোন্ মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন তাও জানানো হচ্ছে।

Sharing is caring!

Leave a Comment