বন্যার্তদের পাশে খুদে শিক্ষার্থীরা

বন্যার্তদের পাশে খুদে শিক্ষার্থীরা

  • ক্যাম্পাস ডেস্ক

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের খুদে শিক্ষার্থীরা।  আজ সোমবার (২৮ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টরর্স অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিএসএ) ত্রাণ তহবিলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ২৪০ প্যাকেট ত্রাণ সহায়তা তুলে দেয়। ত্রাণ সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডিরেক্টরর্স অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সেলিম আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পরামর্শক ড. মো. মাহমুদুল হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শাহানা খান ও সিনিয়র ভাইস প্রিন্সিপাল রাহিমা কে মির্জা রোজমেরী প্রমুখ।

ভাইস প্রিন্সিপাল রাহিমা কে মির্জা জানান, শিক্ষার্থীদের সংগঠন ডিআইএস সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছে। তারা নিজেদের টিফিনের টাকা ও ঈদ উপলক্ষে পাওয়া উপহারের অর্থ দিয়ে বন্যার্তদের জন্য চাল, ডাল, তেল, চিনি, বিস্কুট, স্যালাইন ও অন্যান্য দুর্যোগকালীন ওষুধ ক্রয় করেছে এবং নিজেরাই প্যাকেটজাত করেছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদেরকে মানবিক গুলাবলি অর্জনে সহায়তা করবে বলে মনে করেন রহিমা মির্জা। তিনি আরো জানান, শিক্ষকদের তত্ত্বাবধানে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা এ ত্রাণ সংগ্রহ করে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment