শ্রীলংকার উয়ান পুরাজ্য যুব উৎসবে ড্যাফোডিল শিক্ষার্থীদের যোগদান

শ্রীলংকার উয়ান পুরাজ্য যুব উৎসবে ড্যাফোডিল শিক্ষার্থীদের যোগদান

  • ক্যারিয়ার ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থীর একটি দল শ্রীলংকার ‘উয়ান পুরাজ্য যুব উৎসব-২০১৮’তে যোগ দিয়েছেন। গত ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত শ্রীলংকার সৌন্দর্যমন্ডিত শহর নিকাউরাতিজ্য কুরুনেগালায় অনুষ্ঠিত এ উৎসবে শ্রীলংকা থেকে ৬ হাজার এবং সারা বিশ্ব থেকে ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যুব উৎসবটি মূলত তরুণ নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার কার্যক্রম, যা জাতীয় যুব কাউন্সিল (এনওয়াইএসসি) এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রীলংকা সরকার আয়োজন করে থাকে।

‘উয়ান পুরাজ্য যুব উৎসব-২০১৮’-এর সমাপনী অনুষ্ঠানে শ্রীলংকার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানী বিক্রমাসিংহে যোগ দেন। উৎসবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খেলাধুলা, নেতৃত্ব সেশন, গালা নাইট, প্রচারণাসহ নানা কার্যক্রমে অংশ নেন এবং নিজেদেরে অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেন।

যুব উৎসবের উদ্দেশ্য হচ্ছে তরুণদের মধ্যে নেতৃত্ব তৈরি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক আলোচনার মাধ্যমে জাতীয় উন্নয়নের পথ খোঁজা এবং বিশ্বের বিভন্ন দেশের তরুণদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা।

Sharing is caring!

Leave a Comment