ডিআইইউ ২য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

ডিআইইউ ২য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

  • ক্যাম্পাস ডেস্ক

“এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস” শীর্ষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি ২য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং ট্রাস্ট মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভাসিটির অব বাংলাদেশ- এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মান্নান চেীধুরী। শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কামাল উদ্দিন আহাম্মেদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এমরান কবির চৌধুরী। সম্মেলনে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪ জনকে আজীবন সম্মাননা এবং ১৫ জন শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষানুরাগী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এমরান কবির চৌধুরি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.গোলাম শাহি আলম।

বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম ইমামুল হক, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য এবং নর্থইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. অতিকুর হাই শিবলী, ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মকবুল আহমেদ খান। সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মো. হামিদুল হক খান, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  মো. আব্দুর রশিদ খান। শরীয়তপুর আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান খোকা সিকদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ, তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ।

ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় ও  উপস্থাপনায় এ সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Sharing is caring!

Leave a Comment