‘আনলেস ইনোভেশন ল্যাব’-এ ড্যাফোডিল শিক্ষার্থীর অংশগ্রহণ

 ‘আনলেস ইনোভেশন ল্যাব’-এ ড্যাফোডিল শিক্ষার্থীর অংশগ্রহণ

  • ক্যাম্পাস ডেস্ক

সিঙ্গাপুরের ন্যাশনালইউনিভাসিটিতে গত ৩০মে থেকে ১০জুন পর্যন্ত অনুষ্ঠিত ‘আনলেস ইনোভেশন ল্যাব-২০১৮’তে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্চিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ জামান। এ বছর বিশ্বের ১৩০টি দেশ থেকে অংশ নেওয়া ১হাজার টেকশই উন্নয়ন বিশেষজ্ঞদের সঙ্গে তিনি এই সম্মেলনে অংশ নেন। ওয়াহিদ জামান এই সম্মেলনে অংশ গ্রহণের জন্য শতভাগ বৃত্তি পেয়েছেন যার মধ্যে বিমানভাড়া, থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল।

সম্মেলনে ওয়াহিদ জামান চতুর্থ সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ও তার দল ‘গুণগত শিক্ষা ও সমতা বিধানের লক্ষ্যে বাংলাদেশ ও শ্রীলংকার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো ও পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ের ওপর প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পটি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষণাগারে সম্পন্ন করার পর দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের উপস্থিতিতে ওই সম্মেলনে তারা প্রকল্পটি উপস্থাপন করেন।

Sharing is caring!

Leave a Comment