হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে সমঝোতা

হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে সমঝোতা

  • ক্যাম্পাস ডেস্ক

শিক্ষার্থীদের মধ্যে হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গবেষণা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চীনের হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার (৩০ জুন) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিকের অ্যাসিসট্যান্ট প্রেসিডেন্ট উ জিয়াও হুয়াই এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিবার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) প্রফেসর ড. মো. ফখরে হোসেন,  ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক মোঃ গোরাম মোস্তফা, ফনিক্স এব্রোড স্টিিডজ কনসাল্টটেন্সি বাংলাদেশ এর প্রতিনিধি বিজয়া এনাম, নেপাল প্রতিনিধি নিখিল রাজভোদ্রী, ও চীনের প্রতিনিধিমিঃ এলেক্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল। চুক্তি স্বাক্ষরের আগে হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিকের প্রতিনিধি দলের সদস্যরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলামের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা চীনের হেইনান প্রদেশের নামী দামী হোটেলে ইন্টার্নশীপ করার সুযোগ পাবেন। উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সময়ের জন্য উভয় দেশে শিক্ষা সফরে (স্টাডি ট্যুর) যেতে পারবেন। বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা গবেষণা কার্যক্রমের উদ্দেশ্যে উভয় দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান দুটি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক মনে করে, এই সমঝোতা স্মারকের ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।

Sharing is caring!

Leave a Comment