ড্যাফোডিলে রোভারদের নবীনবরণ অনুষ্ঠিত

ড্যাফোডিলে রোভারদের নবীনবরণ অনুষ্ঠিত

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘রোভার স্কয়ার ওরিয়েন্টেশন’ গত বৃহস্পতিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক  মো. আনোয়ার হাবিব কাজল। ডিআইইউ রোভার স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরএসএল রোভার স্কাউট গ্রুপের সভাপতি ফারহানা রহমান এবং প্রাক্তন ডিআইইউ এয়ার রোভার স্কাউট এসআরএম সালাউদ্দিন মোরসালিন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হাবিব কাজল বলেন, একজন স্কাউট হিসেবে নিজেকে যুক্ত করার দিন হিসেবে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান একজন স্কাউটের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দিনটি তার স্কাউট জীবনে চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি বলেন ব্যাডেন পাওয়েলের মুলমন্ত্র বুকে লালন করে নবাগত রোভারদের হাত ধরে স্কাউটিং আরো বহুদুর এগিয়ে যাবে। স্কাউটিং এ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ, সঠিক নেতৃত্ব, জনসচেতনতা, সামাজিক দায়বদ্ধতাসহ নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ তৈরি হয়। তাই সঠিক স্কাউটিংয়ের মাধ্যমে নিজের এবং দেশের উন্নয়নে নতুন প্রজন্ম ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম খান বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করতে পারে এবং বিভিন্ন মঞ্চে নিজেকে তুলে ধরতে পারে যা তাকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেকে যোগ্যরূপে উপস্থাপনের সুযোগ করে দেয়। তিনি স্কাউটদেরকে তাদের বন্ধুদেরকেও স্কাউপ গ্রুপে যুক্ত করার আহ্বান জানান।

প্রায় দেড় শতাধিক রোভার স্কাউট সদস্য এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। অতিথিদের বক্ত্য শেষে স্কাউটরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

Sharing is caring!

Leave a Comment