আসাম ইউনিভার্সিটির সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা

আসাম ইউনিভার্সিটির সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা

  • ক্যাম্পাস ডেস্ক

পারস্পরিক শিক্ষা বিনিময় ও সম্মিলিতভাবে শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনের লক্ষ্যে  ভারতের আসাম প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ‘আসাম ইউনিভার্সিটি’ ও বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে  একটি সমঝোতা স্মারক আজ ৯ আগস্ট ( বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে স্বাক্ষরিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও  আসাম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর দিলীপ চন্দ্র নাথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে এম ফজলুল হক, স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডিন মাসুম ইকবাল এবং আসাম ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ও আইকিউএসির সহকারি পরিচালক প্রদীপ্ত দাসসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী এখন থেকে আসাম ইউনিভার্সিটি ও বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষাকার্যক্রম ও কোর্সের আয়োজন করবে। এছাড়া শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, উদ্যোগ ইত্যাদির জন্য উভয় প্রতিষ্ঠান একটি ‘কোঅপারেশন হাব’ প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠান দুটি শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও উদ্ভাবনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবে এবং যৌথ ঊদ্যোগে বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্স ইত্যাদির আয়োজন করবে।

Sharing is caring!

Leave a Comment