‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজ’

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজ’

  • ক্যাম্পাস ডেস্ক

চীনের ই্উথিংক সেন্টারের উদ্যোগে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় গত আগস্ট ৮-১৬ তারিখে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজ’ শীর্ষক এশিয়া লিডারশিপ প্রোগ্রাম ২০১৮ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাপম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চীনের বিভিন্ন গ্রেডের ১৬ জন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা ও  শিক্ষার্থী ৮ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণ করে। তরুণ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিভিন্ন কেস স্টাডি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে নতুন সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রনয়ণের উদ্যোগ গ্রহণ করে। বর্ণ্যাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম ইকবাল।

সমাপনী অনুষ্ঠানে ফিলিপাইন থেকে আগত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ড. নেইল পেরেজ বালবা অংশগ্রহণকারীদের উপস্থাপিত সামাজিক ব্যবসায়িক ধারনাসমূহ মূল্যায়ন করেন এবং যথাযথ সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে চীনের ই্উথিংক সেন্টারের মহাসচিব এলেক্স ওয়াং ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের আরো ইভেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

Sharing is caring!

Leave a Comment