ডিআইইউ এয়ার রোভার স্কাউটের দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

ডিআইইউ এয়ার রোভার স্কাউটের দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় শুরু হয়েছে এয়ার রোভার ইউনিটের রোভার স্কাউটদের পাঁচ দিনব্যাপী ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প। পাঁচ দিনব্যাপী (১৫-১৯ জানুয়ারি) অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে  প্রশিক্ষণ, দীক্ষা,  সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকাণ্ড ও মহা তাঁবু জলসা। আজ বুধবার (১৬ জানুয়ারি) দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মেহাম্মদ রফিকুল ইসলাম খান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মো. আনোয়ার হাবিব কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিয় বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, গার্লস ইন রোভার ইউনিটের আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পিআরএস) রোভার স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম খান প্রমুখ। দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ৪ জন ট্রেনারসহ মোট ৯০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মেহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রাণে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের বিপি’র আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরণীয় হবে।

Sharing is caring!

Leave a Comment