রক্ত দেব তবু স্কুলের মাঠ দেব না

রক্ত দেব তবু স্কুলের মাঠ দেব না

  • সজীব হোসাইন, রংপুর

স্কুলের মাঠ দখল প্রক্রিয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ(২৮ মার্চ) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানবন্ধনে রক্তের বিনিময়ে হলেও মাঠ দখল মুক্ত রাখার অঙ্গিকার করেন তারা।

মানববন্ধনটি বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শুরু হয়ে রংপুর সিটি করপোরেশনের গেট প্রায় দুই কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। এতে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা ‘জীবন দেব, রক্ত দেব তবু মাঠ দেব না’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার ব্যবহার করে। তাদের সঙ্গে সহমত জানিয়ে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরাও।

এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিলা স্কুলের মাঠ অবৈধভাবে জেলা পরিষদ দখল করে সেখানে স্থাপনা তৈরির পাঁয়তারা করছে। এতে স্কুলটির সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি নগরবাসীর একমাত্র খেলার মাঠ সংকুচিত হয়ে যাবে। স্কুলটির স্থাপনা হুমকির মুখে পড়বে।

তারা দখল প্রক্রিয়া থেকে জেলা পরিষদকে সরে আসার আহবান জানান। নইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

অপরদিকে এক ভিডিও বার্তায় রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘রংপুর জিলা স্কুলের বিশাল মাঠই ছাত্রদের উদারতার শিক্ষা দিয়েছে। শুধু রংপুর জিলা স্কুলের মাঠ নয় দেশের কোনো স্কুল মাঠই দখল হতে দেওয়া হবে না।’favicon59

Sharing is caring!

Leave a Comment