আগামীকাল ক্লাসে ফিরবেন ইবি শিক্ষকরা

আগামীকাল ক্লাসে ফিরবেন ইবি শিক্ষকরা

  • শাহজাহান নবীন, কুষ্টিয়া

আগামীকাল (২০ এপ্রিল) থেকে ফের ক্লাসে ফিরছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। টানা তিনদিন ক্লাস বর্জনের পর অবশেষে আজ কর্মসূচী স্থগিত করেছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ কর্মসূচী প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাননের কাছে দাবি জানায় শিক্ষক সমিতি। দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত রোববার থেকে পূর্ণ দিবস ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে গতকাল এক জরুরী সভায় কর্মসূচী স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাশনকে আগামী ৪ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলীউল্ল্যাহ বলেন, ‘বেঁধে দেয়া সময়ের মধ্যে শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবেন শিক্ষকরা। আগামী ৯ মে সাধারণ সভার পর পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের তিন দিন ক্লাস থেকে দূরে রাখার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচী স্থগিত করা হয়েছে। আশা করছি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন হবে।’favicon59

Sharing is caring!

Leave a Comment