ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং মেলা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং মেলা

  • বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গতকাল (২৬ এপ্রিল) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মার্কেটিং মেলা। এতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগ থেকে বিপণন ব্যবস্থাপনা বিষয়ক কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর শিক্ষার্থীদের পরিকল্পনাগুলো ‘কেস স্টাডি’ হিসেবে তুলে দেওয়া হয় ড্যাফোডিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের (বিভিসিএল) সহায়তাপুষ্ট ‘প্রটিনা হোম মেড প্লাস’-এর হাতে।

মেলার আয়োজকরা জানান, শিক্ষার্থীরা বাজার গবেষণার মাধ্যমে এই কেস স্টাডির মধ্যে তুলে এনেছেন ঢাকার বেকারী পণ্যের রকমফের, পণ্য প্যাকেটজাত করার পদ্ধতি, বিকল্প কৌশল, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, মোবাইল মার্কেটিং, টেলিভিশন বিজ্ঞাপন ইত্যাদি বিষয়।

মেলার বিভিন্ন স্টলে মোট ২৪টি প্রপোজাল জমা পড়ে। সেখান থেকে সেরা তিনটি আইডিয়াকে পুরস্কৃত করেন ড্যাফোডিল গ্রপের চেয়ারম্যান মো. সবুর খান। এছাড়া সেবচেয়ে ভালো প্যাকেটজাত আইডিয়াটি প্রোটিনা প্লাস বিস্কুটের প্যাকেট হিসেবে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি-এমন ঘোষণাও দেন তিনি।

এ সময় ড্যাফোডিল চেয়ারম্যান বলেন, ‘এটা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষার্থীদেরই একটি প্রচারণামূলক মেলা। ড্যাফোডিল সবসময় প্রচলিত প্রথাকে ভাঙতে চায়, এ মেলা তারই প্রমাণ।’

শিক্ষার্থীদের কোর্স উপদেষ্টা এবং মেলার আয়োজক বিপাশা মতিন বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে যেসব তত্ত্ব পড়ানো হয় সেসব তত্ত্ব যেন বাস্তব জীবনেও প্রয়োগ হয়। বিদ্যাটা যেন সর্বোপরি পুথিগত বিদ্যা না হয়, সে জন্যই এই আয়োজন।’

বিভিসিএলের সমন্বয়ক রাশেদুল ইসলাম বলেন, ‘এ ধরনের আয়োজন অনেক নিয়মানুবর্তিতা শেখায়।’

মেলায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় অর্থনীতি অনুষদের ডিন রফিকুল ইসলাম, প্রোটিনা হোমমেড প্লাসের সত্ত্বাধীকারী মাসুদা ইসলাম এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।favicon59

Sharing is caring!

Leave a Comment