ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শুরু

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শুরু

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্প্রিং ২০১৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৩ হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ শুরু করেছে। এ পর্বে পথম ধাপে আনুষ্ঠানিকভাবে গত ৮ জুন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হাতে ৮০০টি ল্যাপটপ তুলে দেওয়া হয়।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. মো. এনামুর রহমান। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, সামার-২০১০ সেমিষ্টার থেকে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচীর আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনামূল্যে ল্যপটপ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ৮ জুন স্প্রিং ২০১৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৮০০ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। অবশিষ্ট ২ হাজার ২০০ ল্যাপটপ আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ নিয়ে এ পর্যন্ত মোট ষোল হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হলো।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড. মো. এনামুর রহমান বলেন, ‘প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০২১ সালের মধ্যে বর্তমান সরকারের গৃহীত ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ কর্মসূচী সফলতা লাভ করবে এই তরুণদের হাত ধরেই।’ তিনি আরো বলেন, ‘সরকারের গৃহীত হাইটেক পার্ক সমূহ বাস্তবায়িত হলে দেশে ৭২ হাজার সফটওয়্যার প্রকৌশলী প্রয়োজন হবে।’ তাই নতুন প্রজন্মকে সে লক্ষ্য পূরণে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় মো. সবুর খান বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুল দেওয়া হয়েছে যাতে তারা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে সক্ষম হয়।’ তিনি শিক্ষার্থীদের  ল্যাপটপের সঠিক ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।favicon59

Sharing is caring!

Leave a Comment