ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘বিএনসিসি’ কার্যক্রমের উদ্বোধন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘বিএনসিসি’ কার্যক্রমের উদ্বোধন

  • ড্যাডোফিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রমনা রেজিম্যান্টের ৩ ব্যাটেলিয়ান এ কোম্পানীর অধীনে ড্যাফোডিল ইন্টারন্যানাল ইউনিভার্সিটি ‘বিএনসিসি’ প্লাটুনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও ইফতার মাহফিল  বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজেমেন্টের রেজিমন্টে কমান্ডার লে. কর্নেল এস এম সালাউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ৩ ব্যাটিলিয়নের এডজুটেন্ট মেজর আতাউল হক, পরিচালক (প্রশিক্ষণ)  লে. কর্ণেল  তৌফিক নওশাদ এবং রমনা রেজিমেন্টের এডজুটেন্ট  মেজর আবদুল হামিদ ওয়াদুদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) মেজর আরমান আলী ভুঁইয়া।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস তার বক্তব্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিভিন্ন কর্মকাণ্ড  এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, বর্তমান সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অ্যাক্ট ২০১৬ মন্ত্রী পরিষদে অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই তা সংসদে পাস হবে আশা করা যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিএনসিসির মাধ্যমে আমাদের  সামাজিক  নেটওয়ার্ক বাড়াতে চাই। এলক্ষ্যে আমরা প্রাক্তন ও বর্তমান ক্য্যাডেটদের  একই প্লাট ফর্মেও আওতায় আনতে চাই।’

তিনি আরো বলেন, বিএনসিসির উদ্যোগে খুব শীঘ্রই  এনসিসি এফ এম রেডিও ও এনসিসি টিভি চালু হবে। গাজীপুরের বাইপালে বিএনসিসির নির্ধারিত জায়গায় এনসিসি স্কুল ও কলেজ ইতিমধ্যে কাযক্রম শুরু করেছে এবং আগামীতে ক্যাডেটদের জন্য বিশ্ববিদ্যালয়ও কার্যক্রম শুরু করবে।

ড্যাফোডিল ইন্টারন্যানাল ইউনিভার্সিটি ‘বিএনসিসি’ প্লাটুন ২০১৫ সালের ১৫ ই মার্চ থেকে কার্যক্রম শুরু করেছে। বর্তমানে একটি পুরুষ প্লাটুন চালু আছে এবং খুব শীঘ্রই মহিলাদের একটি প্লাটুন ও কার্যক্রম শুরু করবে।favicon59

Sharing is caring!

Leave a Comment