ডিআইইউ কর্মচারীর পরিবারের হাতে মৃত্যুবীমা চেক হস্তান্তর

ডিআইইউ কর্মচারীর পরিবারের হাতে মৃত্যুবীমা চেক হস্তান্তর

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড মো. আবদুল গফুর মিজির মৃত্যুবীমার একলক্ষ টাকার চেক আজ ৩০ জুন পরিশোধ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম আজ তার কার্যালয়ে মরহুম মো. আবদুল গফুর মিজির  স্ত্রী রহিমা বেগমের হাতে এ  চেক তুলে দেন।   আবদুল গফুর মিজি গত ৭ জুন মৃত্যুবরণ করেন।

চেক হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার  অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হক, পরিচালক (হিসাব ও অর্থ) মমিনুল হক মজুমদার, ডেপুটি রেজিস্ট্রার মো. ইসহাক মিজি, সহকারি পরিচালক ( হিসাব ও অর্থ) রেজাউল করিম মাসুদ এবং  প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ জীবনবীমার প্রধান  মো. রফিকুল আলম ভূইয়া এবং উর্ধ্বতন সহকারি মহাব্যবস্থাপক সাইদুল হাসান রুবেলসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্থায়ী শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের জীবন বীমা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সালের ১৫ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বীমা সেবার আওতায় আনা হয়। স্বাভাবিক মৃত্যু ভাতা, দূর্ঘটনা জনিত মৃত্যু, ও অঙ্গহানি জনিত অক্ষমতা (পিটিডি) এবং স্থায়ী আংশিক অক্ষমতা (পিপিডি) ইত্যাদি বীমা সেবার অধীনে আনা হয়। এরই ফলশ্রুতিতে সিকিউরিটি গার্ড মো. আবদুল গফুর মিজির মৃত্যুবীমার একলক্ষ টাকার চেক আজ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment