ঢাবির ভর্তি পরীক্ষা : ‘ঘ’ ইউনিটের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ

ঢাবির ভর্তি পরীক্ষা : ‘ঘ’ ইউনিটের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ

  • ক্যাম্পাস ডেস্ক

প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার ভর্তিচ্ছু রাকিবুল হাসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী ডাকযোগে এ নোটিশ পাঠান।

৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, সচিব, ঢাবির উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, সম্প্রতি হয়ে যাওয়া ঢাবির ২০১৬-১৭ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনিয়ম করে টাকার বিনিময়ে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। এতে মেধাবীরা বঞ্চিত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ কারণে আগের পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেওয়া প্রয়োজন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment