মেয়েরা এগিয়ে যাক প্রোগ্রামিংয়ে

মেয়েরা এগিয়ে যাক প্রোগ্রামিংয়ে

  • ক্যাম্পাস ডেস্ক 

জনা তিরিশেক ছাত্রী। কেউ স্কুলে, কেউ কলেজে, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে এককাট্টা হয়েছিলেন রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আয়োজিত ছাত্রীদের জন্য প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্পে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ইউএপির আয়োজনে গত ২৮-৩০ আগস্ট পর্যন্ত চলে এই প্রশিক্ষণ ক্যাম্প।

ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান বিলকিস জামাল ফেরদৌসী জানালেন এই ক্যাম্পের উদ্দেশ্য। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন মেয়েদের উৎসাহ জোগাবে। আমরা মূলত জোর দিচ্ছি এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এসিএম আইসিপিসি), ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকসের (আইওআই) মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মেয়েদের অংশগ্রহণ করানোর জন্য।’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী বৃষ্টি শিকদারের পরিচালনায় ক্যাম্পে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ডায়নামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নম্বর থিওরি, জ্যামিতি, অ্যাডহক প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বৃষ্টি বলছিলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য আত্মবিশ্বাস বাড়ানো। অংশ নেওয়া শিক্ষার্থীরা যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি আশবাদী।’

ক্যাম্পে অংশ নেওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিএসই বিভাগের ছাত্রী রিফাত আরা বলেন, প্রোগ্রামিং প্রতিযোগিতা সাধারণত কেমন হয় এবং কত কম সময়ে প্রোগ্রামিং সমস্যার সমাধান করা যায়, এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এই ক্যাম্পে। অন্যদিকে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইপশিতা জাহান বলেন, প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ে আরও নতুন কিছু শিখেছি। এ ক্ষেত্রে ডায়নামিক প্রোগ্রামিং ও ডেটা স্ট্রাকচার উল্লেখ করার মতো।

বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার নিয়ে বিভিন্ন বিষয়ে মোট ৩৮ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে নয় হাজার ছাত্রী। তবে মেয়েদের মধ্যে প্রোগ্রামার হওয়ার প্রবণতা খুব কম। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিডিওএসএন ‘মিসিং ডটার’ নামে একটি কার্যক্রম পরিচালনা করছে বলে জানান সংগঠনটির সহসভাপতি লাফিফা জামাল। এর কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।favicon59

 

Sharing is caring!

Leave a Comment