লক্ষ্য যাদের বাণিজ্য অনুষদ

লক্ষ্য যাদের বাণিজ্য অনুষদ

  • ক্যাম্পাস ডেস্ক

যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছে। অথবা পড়ে নাই কিন্তু বাণিজ্য বিভাগে উচ্চ শিক্ষা নিতে চায়, বাণিজ্য বিভাগ নিয়ে স্বপ্ন দেখেন। তারা হয়তো এতো দিন ভর্তি পরীক্ষার জন্য নিজেকে যথেষ্ট ঝালাই করে নিয়েছে। এখন শুধু পরীক্ষা দেয়ার পালা, নিজেকে প্রমাণ করার পালা। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে তবে যাদের ঢাবিতে হয়নি তাদের জন্য অপেক্ষা করছে অন্যান্য বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) সি-১, সি-২ ও সি-৩ ইউনিটে ৭৫১ আসনের বিপরীতে ৩১ হাজার ৬৬৬ জন। এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান, ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্ট্যাডিজ, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ-৭.০০  থাকতে হবে; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.০০ পেতে হবে।

কোটা সম্পর্কিত তথ্য: ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতাসম্পন্ন ছাত্র/ছাত্রীরা সকল অনুষদের অন্তর্গত বিভাগ, ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা, উপজাতি, অ-উপজাতি, ওয়ার্ড এবং বিকেএসপি কোটায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিভাগ এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজে ভর্তির জন্য অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় এবং বিজ্ঞান অনুষদের অন্তর্গত গণিত, পরিসংখ্যান বিভাগে, কলা ও মানববিদ্যা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের অন্তর্গত বিভাগে শারীরিক প্রতিবন্ধী কোটায় এবং শিক্ষা অনুষদের অন্তর্গত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে পেশাদার খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে।

ব্যবসায় প্রশাসন অনুষদ: (একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং এন্ড   ইন্স্যুরেন্স বিভাগ), উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা বা হিসাব বিজ্ঞান বিষয়সহ ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস স্ট্যাডিজ, উচ্চ মাধ্যমিক মানবিক বা হিসাব বিজ্ঞান বিষয় ব্যতীত ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এবং উচ্চ মাধ্যমিক বিজ্ঞান গ্রুপ।

পরীক্ষার সময়সূচি: ৩১ অক্টোবর ১০টা ৩০ মিনেটে যাদের উচ্চ মাধ্যমিকে ব্যবসা শিক্ষা ছিল তাদের জন্য। আর ২টা ২০ মিনেটে যাদের উচ্চ মাধ্যমিকে মানবিক ও বিজ্ঞান ছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ অক্টোবর (সোমবার) পর্যন্ত। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এবারের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর (রবিবার) পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। ব্যবসা অনুষদে ৮০ নম্বরের পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর থাকছে ২০ নম্বর। এই অনুষদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আলাদা করে ৩.৫০ করে পেতে হবে। পৃথক পৃথক পরীক্ষার সময় সংবাদপত্রে জানিয়ে দেয়া হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল: ভর্তি পরীক্ষার ফলাফল প্রতি ইউনিট-এর পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানেও পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে টেলিটক থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০১৬-২০১৭ শিক্ষা বর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় এরই মধ্যে শেষ হয়েছে।

বিজনেস স্ট্যাডিজ: হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বি  ইউনিট ব্যতীত সব ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর হবে ৪০।

পরীক্ষার সূচি: ২৪ অক্টোবর দুপর ১টা থেকে এই অনুষদেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment