ওএমআর স্ক্যানিং কার্যক্রম পর্যবেক্ষণ করছেন ড. জাফর ইকবাল

ওএমআর স্ক্যানিং কার্যক্রম পর্যবেক্ষণ করছেন ড. জাফর ইকবাল

  • ক্যাম্পাস ডেস্ক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবাল সকাল থেকেই স্বাস্থ্য অধিদফতরে অবস্থান করছেন। শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল পরীক্ষার ওএমআর শিট আজ সকাল ৮টা থেকে ওএমআর মেশিনে স্ক্যানিং শুরু হয়।

ওভারসাইট কমিটির একজন সদস্য হিসেবে ড. জাফর ইকবাল ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও অভিজ্ঞ তার কয়েকজন শিক্ষার্থী নিয়ে তিনি স্ক্যানিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। স্বাস্থ্য অধিদফতরের একাধিক নির্ভরযোগ্য দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

শুধু জাফর ইকবাল একাই নন, ওভারসাইট কমিটির একাধিক সদস্য স্বাস্থ্য অধিদফতরে উপস্থিত থেকে অথবা মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ ব্যাপারে জানতে চাইলে অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ ড. জাফর ইকবালের উপস্থিতির কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু মন্তব্য করতে রাজি হননি। favicon59-4

Sharing is caring!

Leave a Comment