১২ শিক্ষার্থী পেল বিনামূল্যে ল্যাপটপ

১২ শিক্ষার্থী পেল বিনামূল্যে ল্যাপটপ

  • ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব চালু এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে গতকাল বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি তথ্য যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ল্যাপটপ বিতরণের ক্ষেত্রে আর্থিক অবস্থার অসংগতি এবং তুলনামূলক কনিষ্ঠ শিক্ষার্থীদের বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়

গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে প্রায় এক কোটি টাকা বাজেটের মাল্টিমিডিয়া ল্যাব তৈরির প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী। অন্যদিকে আইসিটি বিভাগের সাউন্ড অ্যান্ড ইফেক্ট ল্যাব ব্যবহারের জন্য আহ্বান জানান শিক্ষার্থীদের। সময় তিনি বলেন, ‘বাংলাদেশের অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আধুনিক প্রযুক্তির যে উল্লেখযোগ্য ব্যবহার তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এখনো সে মাত্রায় পরিলক্ষিত হয় না।

২৮ অক্টোবর অনুষ্ঠিতইউনিটের ভর্তি পরীক্ষায় তথ্যপ্রযুক্তির অপব্যবহার করায় সাতজন পরীক্ষার্থীকে আটক করার ঘটনা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘যে যন্ত্র তুলে দেওয়া হলো তা যেন মানবতার বিরুদ্ধে না যায়। তোমাদের ডিজিটাল প্রযুক্তি দেওয়া হলো, এখন ডিজিটাল মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান, অধ্যাপক শেখ আবদুস সালাম এবং গণযোগাযোগ সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মো. শহীদ খান বক্তৃতা করেন

অ্যানিমেশন ল্যাব উদ্বোধন
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল (সিএসই) বিভাগে অ্যানিমেশন ল্যাব উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। সিএসই বিভাগের চেয়ারম্যান সাব্বির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরেফিন সিদ্দিক। ল্যাবটি স্থাপনে কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানানো হয়favicon59-4

Sharing is caring!

Leave a Comment