ড্যাফোডিলে ইংরেজি উচ্চারণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ড্যাফোডিলে ইংরেজি উচ্চারণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ও আন্তজার্তিক চাকরি বাজারের উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে বিশুদ্ধ ইংরেজি চর্চা ও উচ্চারণের বিকল্প নেই বলে মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও বিশেষজ্ঞরা। গত ১৪ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এক সিম্পোজিয়ামে এমন মন্তব্য করেন তাঁরা।

‘বাংলাদেশে ইংরেজি উচ্চারণ শিক্ষা : সমস্যা ও অনুশীলন’ শীর্ষক উক্ত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আসকারী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এন.সি.টি.বি)সদস্য অধ্যাপক মহসিউজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এ. এম. এম. হামিদুর রহমান।

আই. এম. এল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা এবং প্রশিক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আরিফা রহমান ‘ইংলিশ প্রনানসিয়েশন অ্যান্ড গ্লোবাল ইন্টেলিজিবিলিটি’ বালাদেশে ইংরেজি উচ্চারণ শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এই পর্বটির সভাপতিত্ব এবং সঞ্চলনা করেন যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক। পরে ভারতের কে. আই.আই.টি’র ড. কয়েস খান ‘ভারতের শিক্ষার্থীদের ইংরেজি উচ্চারণ শিক্ষা : ভূবনেশ্বর ইংরেজী উচ্চারণ প্রশিক্ষকদের অভিজ্ঞতা’ শীর্ষক বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপি সম্মেলনে একই সঙ্গে ৬টি পেপার প্রেজেন্টেশন পর্ব এবং কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে ভারত, শ্রীলংকা, তুরুষ্ক এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২ জন বক্তা অংশগ্রহণ করে। বিকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ নাট্য পর্ব অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বি.ইএল.টি.এ’র সভাপতি হারুনুর রশিদ খানের সভাপতিত্বে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজার সঞ্চলনায় ‘বাংলাদেশে উচ্চারণ শিক্ষা’ শীর্ষক একটি পর্ব অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আই.এম.এল., ঢাকা বিশ্ববদ্যালয়ের অধ্যাপক ইফাত আরা নাসরিন মজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শহীদুল্লাহ, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. কামসুল হক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক আবদুস সেলিম, সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় এবং বি.ই.এল.টি. এ এর সভাপতি প্রফেসর হারুনুর রশিদ খান এবং এন.সি.টি.বি’র গৌতম রায়।

বক্তরা বাংলাদেশে ইংরেজি উচ্চারণের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে আলোকপাত করেন। সমন্বয়ক ড. বিনয় বর্মণের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিম্পোজিয়ামের সফল সমাপ্তি ঘটে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment