ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারনেট অব থিংস’ নিয়ে সম্মেলন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারনেট অব থিংস’ নিয়ে সম্মেলন

  • ক্যাম্পাস ডেস্ক

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যুক্ত করার প্রযুক্তি ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল সম্মেলন। বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে আইওটি প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি রোবটিক্স, অগমেন্টেড রিয়ালিটি (এআর) নিয়ে তিনটি কর্মশালা ও কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান বলেন, ‘বর্তমানে ইন্টারনেটযুক্ত প্রযুক্তিপণ্যের তালিকা বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এসব পণ্যের ব্যবহারও। আইওটিনির্ভর বাজার বৃদ্ধি পাওয়ায় চলতি বছর সারা বিশ্বে ৮৪০ কোটি ইউনিট ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার হবে। ২০২০ সাল নাগাদ এ সংখ্যা দুই হাজার ৪০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে আইওটিনির্ভর প্রযুক্তি বাজারের সম্ভাবনা তুলে ধরতেই এ আয়োজন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামান, লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল ওয়াহিদ প্রমুখ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment