ইংরেজি শিখতে ‘নিউজ পেপার রিডিং প্রজেক্ট’

ইংরেজি শিখতে ‘নিউজ পেপার রিডিং প্রজেক্ট’

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কোর্স হিসেবে ‘নিউজ পেপার রিডিং প্রজেক্ট’ এর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন-৭১এ প্রকল্পের উদ্বোধন করেন জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আনাম বলেন, সংবাদপত্র পাঠ শুধু ভাষার ওপর দক্ষতাই বাড়ায় না, বরং এটি সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস, সাম্প্রতিক তথ্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান বাড়ায়। সেজন্য প্রতিটি সভ্য সমাজেই সংবাদপত্র রয়েছ। বস্তুত সংবাদপত্র একজন মানুষকে তথ্যসমৃদ্ধ নাগরিকে পরিণত করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ.এম.এম হামিদুর রহমান, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মোহসিন রেজা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ড. বিনয় বর্মণ, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও নিউজপেপার রিডিং প্রজেক্টের কনভেনার মো. নুরুজ্জামান মোড়ল প্রমুখ।

উল্লেখ্য, ‘নিউজ পেপার রিডিং প্রজেক্ট’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যেগে পরিচালিত হবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment