জবির ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

জবির ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

  • ক্যাম্পাস ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ‘সি’ ইউনিটের, ১৬ সেপ্টেম্বর (শনিবার) ‘ই’ ইউনিটের, ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ‘বি’ ইউনিটের, ১৩ অক্টোবর (শুক্রবার) ‘এ’ ইউনিটের এবং ২০ অক্টোবর (শুক্রবার) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

এবার ৫টি ইউনিটের ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment