ঢাবির ‘গ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির ‘গ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদভূক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে যাতে পাশের হার ১৪.৭৫ শতাংশ। এছাড়া চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটের ফল (সাধারণ জ্ঞান) প্রকাশিত হয়েছে যাতে উত্তীর্ণ হয়েছে ১৫৫২ জন।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক  শিবলী রুবাইয়াতুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ প্রমুখ।

‘গ’ ইউনিটে এবার মোট ২৮২৪৮ জন ভর্তিচ্ছু অংশ নেয়। এর মধ্যে ৪ হাজার ১৬৮ জন ভর্তির যোগ্য বলে বিবেচিত হয়। তবে ভর্তির যোগ্য মিক্ষার্থীদের মধ্য থেকে ১হাজার ২৫০ জন শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির সুযোগ পাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট পরীক্ষার ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU GA< Roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে।

পাশকৃত (মেধাক্রম ১ থেকে ১২৫০) ছাত্রছাত্রীদের আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd গিয়ে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

চ ইউনিটে ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৪৭৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ হাজার ৭৪জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে যুগ্ম অবস্থান থাকায় মোট ১,৫৫২জন  উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অংকন পরীক্ষায় অংশগ্রহণ করবে। চ-ইউনিটের অংকন পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment