ড্যাফোডিলে নারী শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার

ড্যাফোডিলে নারী শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নারী শিক্ষার্থীদের  নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা সৃষ্টি শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেমিনারটি আজ (২৬ মে) বিকেলে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, আইন ও শালিস কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বা্বধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. তাসলিমা মনসুর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহাবুব উল ইসলাম।favicon59

Sharing is caring!

Leave a Comment