ঢাবি প্রযুক্তি ইউনিটে অনলাইনে ভর্তি আবেদন শুরু

ঢাবি প্রযুক্তি ইউনিটে অনলাইনে ভর্তি আবেদন শুরু

  • ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজসমূহের প্রযুক্তি ইউনিটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ২ নভেম্বর। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৮ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও নির্দেশিকা সম্পর্কে জানতে পারবেন।

এ বছর প্রযুক্তি ইউনিটের আওতাধীন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজসমূহে ৪০টি আসন বাড়িয়ে আসন সংখ্যা করা হয়েছে ৫৭০। তারমধ্যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা ১২০, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ১২০, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২৮০ এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা ৫০টি।

ভর্তি প্রক্রিয়া উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ। favicon59-4

Sharing is caring!

Leave a Comment