চবিতে ভর্তিযুদ্ধ শুরু রোববার

চবিতে ভর্তিযুদ্ধ শুরু রোববার

  • ক্যাম্পাস ডেস্ক

এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হাটহাজারী কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (ওয়াসা ক্যাম্পাস), এনায়েত বাজার মহিলা কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অ্যাকাডেমিক শাখার তথ্যানুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৫৫১টি আসনের বিপরীতে ৩২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৯ জন প্রার্থী।

পরীক্ষা  সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এ রকম কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে  জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment