দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

  • ক্যাম্পাস ডেস্ক

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে ভালো ফলের জন্য ২ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক, টাকা ও সনদপত্র প্রদান করেছে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। বাঙালি আইসিএস কর্মকর্তা ও উপমহাদেশে স্যার আশুতোষ মুখার্জির রেকর্ড ভঙ্গকারী প্রখ্যাত গণিতবিদ এএফ মুজিবুর রহমানের (ফাউন্ডেশন) পক্ষ থেকে পঞ্চমবারের মতো এ স্বর্ণপদক দেওয়া হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রধান মো. আবুল বাশারের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ আলী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মো. তাইয়ুব তাজাম্মুল ও লোনা টি. রহমান। পরে অতিথিরা ২ শিক্ষার্থীর হাতে মেডেল তুলে দেন। অনুষ্ঠানে ২০১০-১১ শিক্ষাবর্ষে গণিতে সর্বোচ্চ ফল লাভকারী মো. রবিউল ইসলামকে এক ভরির মেডেল ও ১০ হাজার টাকা এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের রিনা আক্তারকে এক ভরির মেডেল ও ১৫ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের ভিপি কাওছার আকন্দ, জিএস তামজীদুল রশিদ চৌধুরী প্রমুখ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment