কানাডায় রানার আপ ‘মেডিশিউর’

কানাডায় রানার আপ ‘মেডিশিউর’

  • ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দল ‘মেডিশিউর’ কানাডায় অনুষ্ঠিত সোস্যাল বিজনেজ ক্রিয়েশন প্রতিযোগিতা-২০১৮তে দ্বিতীয় রানার শিরোপা অর্জন করেছে। গতকাল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এইচইসি মন্ট্রিল কানাডায় এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া ৫৩টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় রানার আপ শিরোপা অর্জন করে টিম মেডিশিউর। পুরস্কার হিসেবে দলটি পায় ৮ হাজার ৫০০ মার্কিন ডলার, ক্রেস্ট ও সনদপত্র। সামাজিক ব্যবসায় উদ্যোক্তাদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক প্রতিযোগিতাটি প্রতি বছর আয়োজন করে থাকে এইচইসি মন্ট্রিল, কানাডা।

মেডিশিউর দলের সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ, নাজনীন আক্তার, কামরুল হাসান সজিব, তানভির আহমেদ তুহিন, লাবনী আক্তার এবং যায়েম বিন তাজদিদ। সদস্যরা প্রত্যেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী।

এর আগে গত ৩১ জুলাই ২০১৮ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশে সোস্যাল বিজনেজ ক্রিয়েশন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় যেখানে টিম মেডিশিউর চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পায়।

এরপর কানাডায় অনুষ্ঠিত সোস্যাল বিজনেজ ক্রিয়েশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে টিম মেডিশিউর এবং একমাত্র টিম মেডিশিউর এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি মেডিশিউর দলের সদস্যরা এক সপ্তাহের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং কানাডার বিভিন্ন সামাজিক উদ্যেগ পরিদর্শন করেন।

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে চিকিৎসাবেসা পৌঁছে দিতে কাজ করছে মেডিশিউর। এরআগে ২০১৬ সালে সোস্যাল বিজনেজ ক্রিয়েশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আরেকটি দল ‘টিম পেডিকেয়ার’।

Sharing is caring!

Leave a Comment