নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ুন

নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ুন

  • ক্যারিয়ার ডেস্ক

নৌবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাবিক এমওডিসি পদে বি২০১৬ ব্যাচে ভর্তি নেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা 
ডিই বা ইউসি:বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ .০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ডকোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকেগ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল :বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ .০০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, পেট্রল, মিউজ, কুক, স্টুয়াট, এমওডিসি :ন্যূনতমজিপিএ৩.০০পেয়েএসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংগীতে পারদর্শীরা মিউজিক শাখায় নিয়োগে অগ্রাধিকার পাবেন

টোপাস :পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।

শারীরিক যোগ্যতা
সিম্যান এমওডিসি পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এছাড়া দৃষ্টিশক্তি / থাকতে হবে। ওজন উচ্চতা বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদেরবয়সআগামী১জুলাই২০১৬তারিখে১৭বছরথেকে২০বছরহতেহবে।তবে এমওডিসি পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতেআবেদনেরজন্যশুধুঅবিবাহিতপুরুষ প্রার্থীরাইগ্রহণযোগ্য। এছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

বেতন ভাতা
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়মানুযায়ী বেতন ভাতা দেওয়া হবে। এছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd)  আবেদন করতে পারবেনfavicon59

Sharing is caring!

Leave a Comment