সাহসী হওয়ার ৭ মন্ত্র

সাহসী হওয়ার ৭ মন্ত্র

ক্যারিয়ার ডেস্ক

  • দায়িত্ব গ্রহণ

সত্যিকারের সাহসী ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতেই দায়িত্ব গ্রহণ করতে কোনোভাবেই পিছপা হন না। সাফল্য কিংবা বিফলতার চিন্তা না করে নিজের কাঁধে নির্ভয়ে যে কোনো দায়িত্ব তুলে নিতে তারা ভয় পান না কখনও। তাই সত্যিকারের সাহসী হতে হলে দায়িত্ব গ্রহণ করতে কখনও ভয় পাবেন না।

  • লক্ষ্যচ্যুত না হওয়া

সত্যিকারের সাহসী ব্যক্তিরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত হন। কোনো ধরনের প্রতিকূলতা তাদেরকে লক্ষ্য থেকে দূরে সরাতে পারে না। কোনো কিছুকে ভয় না পেয়ে একনিষ্ঠ মনে নিজ লক্ষ্যে কাজ করে যান বলে সাফল্য লাভ করেন তারা।

  • আবেগ প্রকাশে নির্ভীক

নিজের আবেগ অনুভূতি প্রকাশে কখনও ভয় পান না সত্যিকারের সাহসী ব্যক্তিরা। কোনো ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি না করে নিজেকে পরিষ্কার তুলে ধরুন অন্যের সামনে। এতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে সুবিধা হয়।

  • অপ্রিয় কাজে সমর্থন

এমন অনেক কাজ আছে, যা পছন্দ না হলেও করতে হয় আমাদের। এ ধরনের অপ্রিয় কাজ করতে কখনও ভয় পান না সত্যিকারের সাহসী ব্যক্তিরা। যদি সে কাজটি কল্যাণকর হয়। যে কাজ কল্যাণকর সে কাজ নিজের যত অপ্রিয় হোক না কেন তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হোন।

  • ক্ষমা প্রকাশে অকৃপণ

ক্ষমা করলে ছোট হয়ে যেতে হয়- এ ধরনের অহেতুক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে কোনো ধরনের তিক্ততা সহজে ভুলে গিয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। আপনি আপনার কাজে মনোযোগ দিন। কারও প্রতি রাগ পুষে রেখে সময়ের অপচয় করবেন না।

  • ভুল স্বীকারে নির্ভীক হোন

আমরা মানুষ, তাই আমাদের ভুল হতেই পারে। কিন্তু নিজের ভুল স্বীকার করার সৎ সাহস সবার থাকে না। সাহসী ব্যক্তিরা অন্য লোককে পরোয়া না করে নির্ভয়ে নিজের ভুল স্বীকার করে এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যায়।

  • ধৈর্য ধারণ করুন

পরিস্থিতি যখন প্রতিকূলে থাকে তখন অস্থির না হয়ে সাহসের সঙ্গে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করুন। আশপাশের সবাইকে সাহস জোগাতেও অগ্রণী ভূমিকা পালন করুন। কারণ ভয় থাকলে কোনো কিছু অর্জন করা অসম্ভব হয়ে ওঠে।

Sharing is caring!

Leave a Comment