কাজের ফাঁকে এমবিএ

কাজের ফাঁকে এমবিএ

  • ক্যারিয়ার ডেস্ক

প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। এতে আমাদের অর্থনীতির আকার দিন দিন প্রসারিত হচ্ছে। ফলে চাহিদা বেড়েছে ব্যবসায় ও বাণিজ্যসংক্রান্ত পড়াশোনার। তাই যুগের দাবি হয়ে দাঁড়িয়েছে এমবিএ ডিগ্রি। প্রশাসন ও ব্যবস্থাপনাসংক্রান্ত সব যোগ্যতা অর্জিত হয় এই ডিগ্রি গ্রহণের মাধ্যমে। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই পড়ানো হয় এতে।

যে বিষয়গুলোতে এমবিএ করা যায় তার মধ্যে রয়েছে মাস্টার্স অব এমবিএ, এক্সিকিউটিভ মাস্টার্স অব এমবিএ, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং ইত্যাদি। এ ক্ষেত্রে সাধারণত একটি বিষয়কে মেজর হিসেবে বেছে নিতে হয়।

সাধারণত এমবিএ পড়ার জন্য তিন ধরনের প্রোগ্রাম আছে। যেমন রেগুলার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ ও চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন এমবিএ-এর কোর্স ডিজাইন করা হয়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment