ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়ি…

ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়ি…

  • ক্যারিয়ার ডেস্ক

বুঝেশুনে পড়াশোনা করলে ক্যারিয়ার গড়া খুব কঠিন কিছু নয়। বর্তমান পরিপ্রেক্ষিতে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটি অপার সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে এবং দেশেই প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তাই এ বিষয়ে অনেকে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন। অনেকে সফলও হয়েছেন। তাই এ বিষয়ে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়েও ডিগ্রি নেওয়া সম্ভব। দেখা গেছে ইচ্ছা থাকা সত্ত্বেও সবার পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। একদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে আর্থিক অসচ্ছলতা। এই বাস্তবতা উপলব্ধি করে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট [বিএসডিআই] কনফেডারেশন অব ট্যুরিজমে হসপিটালিটি [সিটিএইচ], ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে আসছে। সিটিএইচের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাস অনুষ্ঠিত হয় বিএসডিআইতে। রয়েছেন অভিজ্ঞ শিক্ষক।

এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। যুক্তরাজ্যসহ দেশ-বিদেশে সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে শিক্ষার্থীর।

স্কলারশিপ সুবিধা : মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক ১০-১০০% পর্যন্ত স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধার সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে [বিএসডিআই] বছরে ৪টি সেশনে [জানুয়ারি, মে, সেপ্টেম্বর ও নভেম্বর] চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারেন।

যে কোনো গ্রুপে এইচএসসি/’এ’ লেভেল অথবা সমমান পাসকৃত ছাত্রছাত্রী প্রোগ্রামটি করতে পারবেন। পাস করা শিক্ষার্থীদের জন্য বিএসডিআইর সহায়তায় বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপসহ চাকরির সুবিধা থাকবে।

যোগাযোগ : বিএসডিআই, বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৮১১০৮১৮, ০১৭১৩-৪৯৩২৪৩।favicon59-4

Sharing is caring!

Leave a Comment