হতে চাও আইনজীবী ?

হতে চাও আইনজীবী ?

  • ক্যারিয়ার ডেস্ক

সবাই স্বপ্ন দেখে বড় হয়ে একটি সন্মানজনক পেশায় নিজেকে নিয়োজিত করে ক্যারিয়ারকে উজ্জল করবে। মানুষ ভেদে স্বপ্নও থাকে আলাদা আলাদা। তদুপরি যতোগুলো সন্মানজনক পেশা আছে তার মধ্যে আইজীবী হলো একটি। দক্ষ আইনজীবী হতে চাইলে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা হয় ব্যারিস্টার ফারজানা শারমিনের সাথে। 


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ও এলএলএম পাস করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও আইনের উপরে আবারও এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। আইন বিষয়ে লেখাপড়া সুযোগ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ও অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে আলাদা কোর্সও চালু করেছে। শুধু দেশেই না দেশের বাইরেও এ বিষয়ে লেখাপড়ার সুযোগ এখন অনেক।’

বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্তির যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বার কাউন্সিলের সনদ পেতে প্রথমে আপনাকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করতে হবে। এরপর আপনাকে এলএলবি কোর্স করতে হবে। অথবা আইনে অনার্স কোর্স করতে পারেন। যারা আইনজীবী হতে চায় তদের পাস 1463571622করার পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ গ্রহণ করতে হবে। কমপক্ষে ৬ মাস কোনো সিনিয়র আইনজীবীর সাথে প্র্যাকটিস করতে হবে। এই সময়ের মধ্যে সিনিয়র আইনজীবী যে সকল মামলা পরিচালনা ও নিষ্পত্তিতে অংশগ্রহণ করবে সেই মামলাগুলোর উপর ভিত্তিকরে নতুনদের কাছে প্রশ্ন করা হয়। মৌখিক ও লিখিত ২ ধরনের পরীক্ষায়ই তাকে অংশগ্রহণ করতে হয়। উত্তীর্নদের বার কাউন্সিল থেকে সনদ প্রদান করা হয়।’ এই বিষয়ের কাজের ক্ষেত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আইন নিয়ে পড়লেই যে সবাই আইনজীবী বা উকিল হবে বিষয়টা তা নয়। বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার ও ব্যাংকিং সেক্টরে আইনে পাস করা শিক্ষার্থীদের বেশ কদর রয়েছে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার আইন উপদেষ্টা হিসেবে চাকরি করতে পারেন। আইন কমিশনেও চাকরির সুযোগ রয়েছে। বর্তমানে ব্যাংক, বীমা ছাড়াও ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি মানবাধিকার সংস্থায় কাজের ব্যাপক সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সংক্রান্ত বিচারক ও আইনজীবী হিসেবে কাজেরও সুযোগ রয়েছে।’ তিনি আরও জানান, উকিল হলেই তাকে আমরা আইনজীবী বলি, মূলত কেউ যদি আইন সম্পর্কিত কোনো পেশায় নিয়োজিত থাকে তবেই সে আইনজীবী পরিচয় দিতে পারবে।’

এই বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা করে দেখা হয় কি না এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘সনদ প্রদানের ক্ষেত্রে কোনোভাবেই নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানকে আলাদা করে দেখা হয় না। এখানে পূর্বের কোনো অভিজ্ঞতাই কাজে লাগে না। সিনিয়রের সাথে প্র্যাকটিস করে কি শিখলো তার উপরে ভিত্তিকরেই পরীক্ষা হয়। অতএব আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীকেই উকিল হিসেবে দেখা যায় না। প্রায় সবাই বিসিএস করে প্রশাসনিক কাজে নিয়োজিত হয়ে যায়। বিসিএস-এ ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময়ই এগিয়ে থাকে এ ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু বেশিই গুরুত্ব দেওয়া হয়।’ অনেকেই এই বিষয়ের ডিগ্রির জন্য বিদেশে যায়, এই বিষয়ের বিদেশি ডিগ্রি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ‘বার অ্যাট ল’ ডিগ্রিধারী অনেক। তবে বাংলাদেশের এলএলবি ও ‘বার অ্যাট ল’ এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইংল্যান্ডের এই ডিগ্রি অর্জনের জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে আইনে স্নাতক ডিগ্রি নিতে হবে। এর পর ইংল্যান্ডের আইনের ওপর পড়াশুনা করতে হবে। এ জন্য ইংল্যান্ডে ৯ মাসের একটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স করতে হবে। এই কোর্সের সফল সমাপ্তি শেষে পাওয়া যায় ইংল্যান্ড বার কাউন্সিলের স্বীকৃতি ও সনদ।

বাংলাদেশের আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট। তেমনি করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার আইনজীবীদের বলা হয় ব্যারিস্টার।’ খরচ সম্পর্কে তিনি বলেন, ‘বার অ্যাট ল কোর্স দুই পদ্ধতিতে করা যায় । বাংলাদেশে থেকে বার অ্যাট-লর ক্ষেত্রে খরচ পড়বে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। আর ইংল্যান্ডে গিয়ে পড়তে চাইলে পড়বে ৬০ লাখ থেকে এক কোটি টাকার মতো। কেউ যদি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত হতে চায় সেক্ষেত্রে তাকে আবার বার কাউন্সিলের পরীক্ষায় পাস করে সনদ নিতে হবে। কারণ এর আগে যদি কেউ ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করত, সে সরাসরি বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত হতে পারত। তাকে আর বার কাউন্সিলের পরীক্ষায় পাস করে সনদ নেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু এখন সেই নিয়ম আর নেই।’

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment