পেশা যখন জনসংযোগ কর্মকর্তা

পেশা যখন জনসংযোগ কর্মকর্তা

  • ক্যারিয়ার ডেস্ক

বর্তমান সময়ে মানুষ ওয়েবকেন্দ্রীক হওয়ায় জনসংযোগ কাজের গতিধারা বিগত কয়েক বছর এ অনেক পরিবর্তন দেখা যাচ্ছে ।একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যে যোগ্যতাগুলো দরকার ছিল বা আগের দিনগুলোতে যা ছিল তা এখনো রয়ে গেছে। তবে তার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন কৌশল ।


যোগাযোগের দক্ষতা : প্রতিষ্ঠানের সফলতা দক্ষ যোগাযোগের উপর নির্ভর করে । জনসংযোগ কর্মকর্তা হিসেবে আপনার থাকতে হবে দক্ষ যোগাযোগের কৌশল।

লেখালেখির দক্ষতা : লেখালেখির দক্ষতার মাধ্যমে আপনি হতে পারেন দক্ষ জনসংযোগ কর্মকর্তা । লেখালেখির দক্ষতা আপনার জনসংযোগ কাজে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

মনযোগী হওয়া : মনযোগ দিয়ে কাজ করার মানসিকতা থাকলে জনসংযোগ কর্মমর্তা হিসেবে তাড়াতাড়ি সফল হতে পারেন।

গণমাধ্যম সর্ম্পক : গণমাধ্যম এর সাথে সর্ম্পক ভালো থাকলে, গণমাধ্যম নিয়ে ভালো জ্ঞান থাকলে জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাড়াতাড়ি সফলতা পেতে পারেন।

নীতিগতভাবে কাজ করা : সৎভাবে কাজ করার কাজ করা মানসিকতা জনসংযোগ কাজে সফল হতে আপনাকে সাহায্য করবে।

কৌতুহলী হওয়া: কৌতুহলী মনোভাব জনসংযোগ কর্মকর্তাকে নতুন পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে।

কাজের পরিষ্কার ধারণা : যে প্রতিষ্ঠান এ জনসংযোগ কর্মকর্তা হবেন সে প্রতিষ্ঠান আর কাজ সর্ম্পকে পরিষ্কার ধারণা থাকতে হবে ।

ব্লগিং : তথ্য প্রযুত্তির যুগে জনসংযোগ কর্মকর্তাকে ব্লগিং সর্ম্পকে ভালো ধারণা থাকলে কাজে সফলতা সহজ হবে।

সামাজিক মিডিয়া টুলস সর্ম্পকে জানা : পৃথিবীর অর্ধেক মানুষ সামাজিক মিডিয়ার সাথে যুক্ত থাকায় জনসংযোগ কর্মকর্তাকে সামাজিক মিডিয়ার টুলস সর্ম্পকে ধারণা থাকা জরুরি ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment