তথ্যপ্রযুক্তি খাতে এক হাজার চাকরি দেওয়ার উদ্যোগ

তথ্যপ্রযুক্তি খাতে এক হাজার চাকরি দেওয়ার উদ্যোগ

  • ক্যারিয়ার ডেস্ক

আগামী দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে রাজশাহীতে এক হাজার জনের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে কাজী আইটি সেন্টার লিমিটেড। এ জন্য গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে এই উদ্যোগ বাস্তবায়নে বিসিসির এলআইসিটি প্রকল্প এবং কাজী আইটি সেন্টার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাই ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। আমরা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি কাজী আইটিকে তাদের এমন সাহসী ও সময়োপযোগী উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।’

কাজী আইটি সেন্টারের প্রধান নির্বাহী মাইক কাজী বলেন, ‘আমরা আগামী দুই মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব। ইতিমধ্যে আমরা রাজশাহীতে জায়গা নিয়েছি, এখন অফিস সাজানোর কাজ চলছে। আজকের এই সমঝোতা চুক্তির মাধ্যমে এলআইসিটি প্রকল্প, বিসিসি এবং কাজী আইটি যেমন দক্ষ জনবল গড়ে তুলতে পারবে, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারব।’

অনুষ্ঠানে জানানো হয়, দুই বছর মেয়াদি এ সমঝোতা চুক্তি অনুযায়ী বিসিসির এলআইসিটি প্রকল্প এবং কাজী আইটি সেন্টার যৌথভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করবে এবং প্রশিক্ষিতদের কর্মসংস্থান করা হবে। প্রশিক্ষণ ল্যাব, মডিউল তৈরি, সনদ প্রদান, প্রচার-প্রচারণা ও অন্যান্য কারিগরি সহায়তা প্রদান দেবে বিসিসি এবং এলআইসিটি প্রকল্প। অন্যদিকে কাজী আইটি সেন্টার প্রশিক্ষণ উপকরণ, দক্ষ প্রশিক্ষক এবং প্রশিক্ষিতদের কর্মসংস্থানে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির, এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এবং যোগাযোগ বিশেষজ্ঞ হাসান বেনাউল ইসলাম।favicon59-4

Sharing is caring!

Leave a Comment