অগমেডিক্স নেবে ৭০০০ কর্মী

অগমেডিক্স নেবে ৭০০০ কর্মী

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে সাত হাজার কর্মী (রিমোট স্ক্রাইব) নিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্স। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা পেলু ট্র্যান ও ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ বাংলাদেশ সফরে এসে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি রাজধানীর অগমেডিক্স ভবনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত জানান তাঁরা।

অগমেডিক্সের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কাজে সহযোগিতা করার সুযোগ হিসেবে অগমেডিক্স সাত হাজার স্ক্রাইব তৈরির পরিকল্পনা করছে। স্ক্রাইব মূলত দূর থেকে চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতার কাজটি করবেন। চিকিৎসক যখন গুগল গ্লাস চোখে রোগী দেখবেন, তাঁর সামনে রোগীর তথ্য সরবরাহ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব থাকবে স্ক্রাইবের। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবার তথ্য বাংলাদেশের এই স্ক্রাইবরা করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সচিব সুবীর কিশোর চৌধুরী, অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখন উঠতি প্রযুক্তির জন্য গন্তব্যে পরিণত হয়েছে। দেশের মেধাবী তরুণদের উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে অগমেডিক্স একটি উদাহরণ। সাত হাজার স্ক্রাইব তৈরির বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের আইসিটি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রোগ্রাম অগমেডিক্সের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল সরবরাহ করতে কাজ করছে।’

অগমেডিক্সের সহ-প্রতিষ্ঠাতা পেলু ট্র্যান বলেন, ‘অগমেডিক্সের পরিচালনা কাজে ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে মেধাবী স্ক্রাইবদের সংযোগ ঘটাতে বাংলাদেশ একটি আদর্শ জায়গা। বাংলাদেশের তরুণেরা এখন ইংরেজি ভালো জানেন। এ ছাড়া দেশের অধিকাংশ মানুষ বয়সে তরুণ। তরুণেরা এখন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠছেন, যা বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে সম্ভাবনা তৈরি করছে।’

অগমেডিক্সের কর্মকর্তারা বলেন, অগমেডিক্সে বাংলাদেশ থেকে স্ক্রাইব নিয়োগ ছাড়াও এর মূল ‘অগমেডিক্স সফটওয়্যার’-এর ধারণা (কনসেপ্ট) ও উন্নয়ন ‘মেড ইন বাংলাদেশ’।

ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ বলেন, ‘বাংলাদেশ টিমের মান নিয়ে আমরা খুবই খুশি এবং তারা অগমেডিক্সের উন্নয়নে অনেক
অবদান রাখছে।’

অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে যাচ্ছি এবং ব্যাপক সন্তোষজনক মতামত পাচ্ছি। অগমেডিক্স দ্রুতই বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে এবং আইসিটি মন্ত্রণালয় ও হাইটেক পার্ক অথোরিটি সহায়তায় আগামী পাঁচ বছরে আমাদের কোম্পানিতে সাত হাজার দক্ষ জনবল নিয়োগ করা হবে।’

উল্লেখ্য, ২০১২ সালে যাত্রা শুরু করে অগমেডিক্স। বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল ও সহ-প্রতিষ্ঠাতা পেলু ট্র্যান অগমেডিক্সের উদ্যোক্তা। এ উদ্যোগটি যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে, যাঁরা প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী দেখেন।

আবেদনে যে যোগ্যতা লাগবে

এইচএসসি পাস বা তার চেয়ে বেশি যোগ্যতাসম্পন্নরা স্ক্রাইব পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া অগমেডিক্সে যোগ্যতার ভিত্তিতে অন্যান্য পদও রয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ সূত্রে জানা গেছে, ইংরেজি, গণিতসহ যেকোনো বিষয়ের পারদর্শীরা আবেদন করতে পারবেন। তবে ইংরেজি ভালো জানতে হবে। নিয়োগ-প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ রয়েছে। এগুলো পার হয়ে তবে চূড়ান্ত নিয়োগ পাওয়া যাবে। স্ক্রাইবরা সাধারণত বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্রের সেবা দেবেন বলে যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। এ কাজ শেখার পর তাঁর উন্নতির নানা সুযোগ আছে। সরাসরি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয় বলে এ খাতে তিনি দক্ষ হয়ে উঠে দেশের চিকিৎসা খাতে দক্ষ কর্মী হয়ে উঠতে পারবেন। প্রচলিত নিয়মে সব ধরনের সুবিধাসহ বেতন-ভাতা পাবেন স্ক্রাইবরা। https://www.augmedix.com/ ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment