বিমানবাহিনীতে চাকরির সুযোগ

বিমানবাহিনীতে চাকরির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক

সশস্ত্র বাহিনীতে যোগদানে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল বাংলাদেশ বিমানবাহিনী। ৭৭ বিএএফএ কোর্সে জিডি(পি), এডিডব্লিউসি, এটিসি, মেটিয়রলজি, লজিস্টিক, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন ও ফিন্যান্স ক্ষেত্রে ফ্লাইট ক্যাডেট হিসেবে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাজিডি(পি), এডিডব্লিউসি, এটিসি, মেটিয়রলজি ও লজিস্টিক শাখার জন্য গণিতসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (বিজ্ঞান) উত্তীর্ণ
– গণিত বিষয়ে কমপক্ষে এ-গ্রেডসহ ন্যূনতম ফলাফল জিপিএ ৪.৫০
– ইঞ্জিনিয়ারিং শাখায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ
– অ্যাডমিন পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় একই ফলাফলে পাস
– ফিন্যান্স শাখায় আবেদনের জন্য গণিত বা হিসাববিজ্ঞান বিষয়সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা) পাস
– গণিত বা হিসাববিজ্ঞান বিষয়ে কমপক্ষে বি-গ্রেডসহ ন্যূনতম ফলাফল জিপিএ ৪.৫০
– প্রকৃত বাংলাদেশি অবিবাহিত নাগরিক হতে হবে
– ১ জানুয়ারি, ২০১৮ হতে আবেদনকারীর বয়স ১৬ বছর ছয় মাস থেকে ২২ বছর।

শারীরিক যোগ্যতাপুরুষ ন্যূনতম শারীরিক উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী জিডি(পি) শাখার জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং অন্যান্য শাখার জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি ন্যূনতম উচ্চতা । বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
প্রার্থীদের ওজন,বয়স ও উচ্চতা অনুযায়ী। জিডি(পি) শাখার প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ৬/৬।

বেতন: পদমর্যাদা অনুযায়ী

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই, ২০১৭

আবেদন প্রক্রিয়ানিয়ম অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট (www.joinbangladeshairforce.mil.bd) থেকে অনলাইনে লগ-ইন করে আবেদন করতে হবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment