গুগলে চাকরির নমুনা প্রশ্ন

গুগলে চাকরির নমুনা প্রশ্ন

শামীম রিমু : গুগলে চাকরির স্বপ্ন কার না থাকে! কিন্তু চাইলেই কী চাকরি মেলে? এ জন্য পাড়ি দিতে হয় কঠিন পথ। দিতে হয় কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর। প্রশ্নগুলো হয় গতানুগতিকতার বাইরে, তাই উত্তরও দিতে হয় মাথা খাটিয়ে। সম্প্রতি ক্যারিয়ারভিত্তক ওয়েব পোর্টাল গ্লাসডোর এমন কিছু প্রশ্নের তালিকা প্রকাশ করেছে। দেখে নিতে পারেন কেমন প্রশ্নের মুখোমুখি হতে হয় গুগলে চাকরি পেতে হলে।


১। আপনার প্রিয় গুগল পণ্য কোনটি? আপনি কভাবে এর উন্নয়ন করতে পারেন? – সহযোগী পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

২। ধরুন, আপনার পোষা কুকুরটিকে আপনি কর্মক্ষেত্রে নিয়ে আসতে চান কিন্তু আপনার দলের একজন সদস্যের কুকুরে এলার্জি আছে। আপনি কি করবেন? – সহযোগী হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০১৪

৩। ইউটিউব থেকে যদি সব বিজ্ঞাপন সরিয়ে নেয়া হয়, আপনি কভাবে তা থেকে অর্থ উপার্জন করতে পারেন? – সহযোগী হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

৪। আপনি গুগল সম্পর্কে ক জানেন? – প্রশাসনিক ব্যবসায় সহযোগী সাক্ষাৎকার, ফেব্রুয়ারি ২০১৫

৫। একটি ভবনের তৈরির খসড়া নকশা করুন। -ব্যবসায় বিশ্লেষক সাক্ষাৎকার, নভেম্বর ২০১৪

461180134-582x384৬। বোস্টনে কোনটির বিজ্ঞাপন বেশী প্রভাব ফেলতে পারে- একটি ফুলের দোকান নাকি অন্ত্যেষ্টিসংক্রান্ত প্রতিষ্ঠান? – হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষা, অক্টোবর ২০১৫

৭। একটি কয়েন ১০০০ বার টস করা হলো এবং ৫৬০ বার একটি নির্দিষ্ট পিঠ উঠে এলো। আপনার কি মনে হয় কয়েনটি পক্ষপাতদুষ্ট? -কুয়ানশিটেইটিভ এনালিস্ট নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০১৫

৮। আপনার কাছে গুগলগিরি শব্দটির অর্থ কি? – পণ্য বিশেষজ্ঞ নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০১৫

৯। আপনাকে ম্যানেজার পদে নিয়োগ দেয়ার পর আপনি প্রাক্তন ম্যানেজারের সাথে কি তামাশা করবেন? – গুগল অ্যাপ্লিকেশান সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা, জুন ২০১৪

১০। জিমেইল অথবা গুগল প্লাসে একাউন্ট খোলার সময় কোন ব্যক্তিকে অবশ্যই তার দাপ্তরিক নাম ব্যবহার করতে হবে এ ব্যাপারে আপনার মতামত কি এবং কেন? – সহযোগী প্রশাসনিক কর্মকর্তা সাক্ষাৎকার, এপ্রিল ২০১৪

১১। কাজ করার কোনো বাধ্যবাধকতা না থাকলে আপনি ক করতে চাইতেন? – ইন্টারেকশান ডিজাইনার নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বার ২০১৪

১২। আপনি কিসে ভয় পান? – ব্যবসায় বিশ্লেষক সাক্ষাৎকার, সেপ্টেম্বর ২০১৪

১৩। খড়ের গাদায় সুঁই খোঁজার কয়েকটি পদ্ধতি বর্ণনা করুন। -বিজনেস এসোসিয়েট নিয়োগ পরীক্ষা, মে ২০১৪

১৪। একটি উড়োজাহাজে আনুমানিক কয়টি টেনিস বল আঁটবে? – ইন্টার্ন, ডিসেম্বর ২০১৫

১৫। আপনি যদি একটি উক্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকেন, তবে উক্তিটি ক হতে পারে? – সহযোগী হিসাবরক্ষক সাক্ষাৎকার, মার্চ ২০১৪

১৬। ধরা যাক একটি নির্দিষ্ট ঘরে ঢোকার সাথে সাথে একটি মাত্র নির্দিষ্ট গান বেজে উঠবে প্রতিবার- গানটি বাছাই করার সুযোগ আপনাকে দেয়া হলে আপনি কোন গান পছন্দ করবেন? – সহযোগী হিসাবরক্ষক সাক্ষাৎকার, মার্চ ২০১৪

১৭। ডিজিটাল বিজ্ঞাপন জগতে আগামী তিন বছরে ক পরিবর্তন আসতে পারে বলে আপনার ধারনা? – ক্রিয়েটিভ ডিরেক্টর নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

১৮। আপনি যদি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ পান, তবে আপনি আপনার বিশ্ববিদ্যালয়/ কর্মক্ষেত্রে কোন তিনটি পরিবর্তন আনবেন? -ক্রিয়েটিভ ডিরেক্টর নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

১৯। সাত বছর বয়সী একটি শিশু যদি জানতে চায় অ্যাড ওয়ার্ড, আপনি কভাবে তার কৌতুহল মেটাবেন? – সহযোগী হিসাবরক্ষক সাক্ষাৎকার, ডিসেম্বর ২০১৪

২০। আমাজন ফ্রেশের মত আপনার যদি একটু মুদিসদায় বিলিব্যবস্থা থাকতো, তাহলে আপনার আনুমানিক কতগুলো ট্রাক প্রয়োজন হতো? – পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

২১। ছয় বছর বয়সী একটি শিশুকে ক্লাউড কম্পিউটিংভাবে বোঝাবেন, বর্ণনা করুন। -পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

images২২। জিমেইল ব্যবহারের জন্য যদি প্রত্যেককে মাসে এক ডলার দিতে হয়, তাহলে পরিস্থিতি কেমন হবে বলে আপনার ধারনা? – বিওএলডি ক্যান্ডিডেট নিয়োগ পরীক্ষা, অক্টোবর ২০১৫

২৩। প্রতিবছর অ্যামেরিকায় কতবার চুল ছাঁটানো হয় বলে আপনার ধারনা? – বিজনেস এসোসিয়েট নিয়োগ পরীক্ষা, মে ২০১৪

২৪। আপনাকে স্নায়ুচাপের সম্মুখীন করে এমন ছয়টি বিষয়ের একটি তালিকা করুন। -এন্ড্রয়েড সাপোর্ট লেভেল থ্রি নিয়োগ পরীক্ষা, জুলাই ২০১৪

২৫। নিজের সম্পর্কে এমন কিছু তথ্য দিন যা আপনার জীবনবৃত্তান্তে নেই। -সহযোগী হিসাবরক্ষক সাক্ষাৎকার, মার্চ ২০১৪

২৬। ২০২০ সালে চালকবিহীন গাড়ির বাজার সম্পর্কে আপনার ক ধারনা? – পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

২৭। এক মিটার চওড়া ফুটপাথে এক সেন্টিমিটার দৈর্ঘের বৃষ্টির ফোঁটা পড়তে থাকলে ফুটপাথটি সম্পূর্ণ ভিজে যেতে কত সময় লাগবে? – সফটওয়ার প্রকৌশলী নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

২৮। ল্যারি পেইজের মত একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলীকে এইচটিএমএল ৫ এর গুরুত্ব বর্ননা করুন। যদি আপনার দাদীমাকে একই বিষয় বোঝাতে হয়, ক করবেন? – ক্রিয়েটিভ স্পেশালিস্ট নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

২৯। একটি কৌতুক বলুন। -এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ, মার্চ ২০১৪

৩০। শিক্ষ না উপার্জন, কোনটিকে বেশী গুরুত্ব দেবেন? – সফটওয়ার প্রকৌশলী নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০১৬

৩১। এই মুহুর্তে ১০ মিলিয়ন ডলার পেলে ক করবেন? – সহযোগী হিসাবরক্ষক সাক্ষাৎকার, নিয়োগ পরীক্ষা, মে ২০১৪

৩২। এমন একটি ব্যবস্থার বর্ণনা দিন যা মানুষকে ভবিষ্যৎ ভ্রমনের সুযোগ দেবে। -ইন্টারঅ্যাকশান ডিজাইনার নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০১৫

OB-RD683_Google_G_20111223173714৩৩। আপনি ক চরমপন্থী ভাবাদর্শে উজ্জীবিত কোনো লেখনীর লিংক রিমুভ করবেন? – লিগ্যাল এসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০১৫

৩৪। এক বিলিয়ন ডলার এবং একটি স্পেসশিপ দিয়ে আপনি কভাবে মানবজাতির সবচেয়ে বড় সমস্যার সমাধান করবেন? – ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর ২০১৫

৩৫। মঙ্গল গ্রহে যদি আপনার একটি কলোনি থাকে, সেখানে যোগাযোগ স্থাপনের জন্য আপনি ক ব্যবস্থা নির্মাণ করতে পারেন? –সহযোগী পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৪

৩৬। প্রতিদিন কতগুলি গাড়ি একটি সেতু পাড়ি দেয়? – অ্যাডভার্টাইসিং ইন্টারভিউ, সেপ্টেম্বর ২০১৪

৩৭। ধরুন, কোন ব্যাংকের ডাটাবেইসে আপনার প্রবেশাধিকার আছে। বয়স্ক জনগোষ্ঠীর জন্য একটি এটিএম ব্যবস্থা তৈরিতে আপনি সে সকল তথ্য উপাত্ত কিভাবে ব্যবহার করতে পারেন? – সহযোগী পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি ২০১৫

৩৮। কিভাবে একটি জুতা প্রস্তুতকারক কারখানার উন্নয়ন সাধন করা যায়?

৩৯। একটি সামাজিক মোবাইল এপ্লিকেশনের নকশা করুন যা একটি নির্দিষ্ট এলাকার অর্থডন্টিস্ট অফিসগুলোর কাজে আসবে। -পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

৪০। প্রতি বছর যুক্তরাষ্ট্রে কতগুলি নতুন নামের বই প্রকাশিত হয়? – পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

৪১। কভাবে আপনি সান ফ্রান্সিসকোর ডাউনটাউনে গৃহহীনতা সমস্যার সমাধান করবেন? – পণ্য ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষা, নভেম্বর ২০১৫

সূত্র : ইনকর্পোরেশন ডটকমfavicon59

Sharing is caring!

Leave a Comment