নেতৃত্বের ৬ সূত্র

নেতৃত্বের ৬ সূত্র

  • সাবরিনা তাবাসসুম

কর্মজীবনের প্রথম দিকে আপনি এমন অবস্থায় থাকবেন যেখানে দিন শেষে আপনার সারাদিনের কাজের কথা ভেবে আপনি এই ধারণায় পৌছাতে পারবেন যে ‘সারা দিনে অনেক কিছুই তো করলাম!’ কিন্তু এই একই ধারণা একজন নেতৃত্বদানকারীর মাথায় দিন শেষে সাধারণত আসবে না, বরং সারা দিনের পরিশ্রম শেষে তিনি এই চিন্তা করতে পারেন যে ‘সারা দিন আসলে করলামটা কী!’ কারণ তার উপরে নির্ভর করছে তার অধীনে থাকা পুরো দলের সাফল্য। নেতৃত্ব দেয়ার সময় মুখোমুখি হতে হয় বিভিন্ন দুশ্চিন্তার এবং প্রতিকূল পরিস্থিতির।

দেখে নিন এই ৬টি বিষয় যা আপনাকে সফল ভাবে নেতৃত্ব দানে সাহায্য করবে।


০১। সফলতা সম্পর্কে সঠিক ধারণা

আপনার অধীনে যারা আছেন তাদের বোঝাতে চেষ্টা করুন যে আপনার কাছে সফলতার
সংজ্ঞা কী? এমনভাবে কাজটি করুন যেন তারা সফলতা সম্পর্কে বাস্তব এবং স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হন। আপনার চোখে সফলতার অর্থ কী সেটা একটি কার্ডে লিখে তাদের দিতে পারেন। সফলতা সম্পর্কে মনে রাখার এটি হলো একটি সহজ পদ্ধতি।

০২। অন্যের কাছ থেকে আপনার প্রত্যাশা

এটি একটি গুরুত্বপূর্ন বিষয়। আপনার অধীনে যারা নিয়োজিত আছেন তাদের মাঝে জানার আগ্রহ থাকে যে আপনি তাদের কাছ থেকে কী এবং কতটুকু আশা করেন? বিশেষ করে যারা একদম নতুন তাদের মাঝে এই আগ্রহ বেশি। তাই স্পষ্টরূপে তাদের প্রতি আপনার প্রত্যাশা তুলে ধরুন।

০৩। নিজেকে সবজান্তা ভাবা থেকে বিরত থাকুন

নেতৃত্ব দি্তে হলেই যে আপনাকে সব বিষয়ে জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার নিজের ধারণার পাশাপাশি আপনার টিমের প্রতিটি সদস্যের চিন্তাধারাকে আপনি যত গুরুত্ব দিবেন ততই প্রতিটি সদস্য আগ্রহ নিয়ে আপনার সঙ্গে কাজ করবে।

০৪। আপনার সহকর্মীদের সাহায্য করুন

ব্যবসা তখনই সফলভাবে সম্পন্ন করা সম্ভব যখন আপনার দলের প্রতিটি সদস্য কর্মক্ষেত্রের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হবে। তাদের নিশ্চিত করুন যে, যে কোনো পরিস্থিতিতে আপনি তাদের সাহায্য করার জন্য তাদের পাশে থাকবেন।

০৫। প্রশ্ন করুন

প্রতিটি সদস্যকে এমন প্রশ্ন করুন যা তাদের সীমিত পরিসরে চিন্তা করার পরিবর্তে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে প্রশ্ন করার মাধ্যমে তাদের যেন অবমূল্যায়ন করা না হয়।

০৬। প্রতিবন্ধকতা দূর করুন

আপনার টিমকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের পথের সকল প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করুন। একজন নেতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে আগেই অনুমান করা এবং সে অনুযায়ী পরিকল্পনা করা। এর ফলে তারা যে কোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত থাকবে।favicon59

Sharing is caring!

Leave a Comment