সফলতার ছয় গুণ

সফলতার ছয় গুণ

  • রবিউল কমল

সফলতা এক দিনে ধরা যায় না। এজন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রচেষ্টা। অল্পতে ভেঙে পড়লে সফলতা ধরা-ছোঁয়ার বাইরে থাকবে। তাই সফল হতে হলে চ্যালেঞ্জ নিতে শিখুন, নিজের কাজকে ভালোবাসুন। আপনার মধ্যে থাকা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করুন। তবেই আপনি এতদিন সফল মানুষের কাতারে নাম লেখাতে পারবেন। আর তখন সফলতা আপনার পেছনে ছুটবে। এজন্য অবশ্য আপানর মধ্যে ছয়টি গুণ থাকতে হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আসুন দেখে নেই সেই গুণাবলীগুলো।

মানষিক দৃঢ়তা :

  • সফল হতে হলে অবশ্যই আপানাকে কাজের প্রতি প্রচন্ড আবেগী এবং মানুষিক ভাবে দৃঢ় থাকতে হবে। কোনো অবস্থাতেই ভেঙে পড়া যাবে না। আর কাজ যতো ছোটই হোক না কেন সেই কাজকে ভালোবাসতে হবে।  এ সম্পর্কে এ্যলিকো ড্যানগোট একটি চমৎকার কখা বলেছেন। তিনি বলেছেন,“ আবেগ তাই যা আমাকে সামনে নিয়ে যায়। কাজের প্রতি আমার আবেগই আমাকে রাত ২টায় বিছানায় এবং ভোর ৬টায় ঘুম থেকে কাজের দিকে মনোনিবেশ করতে তাড়িত করে”।

দায়িত্বজ্ঞান সম্পন্ন :

  • সফলতার পূর্বশর্ত আপানাকে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে। ভূল হতেই পারে, তাই বলে সেটি নিয়ে হুলস্থুল কান্ড বাধাবেন না। দায়িত্ব নিয়ে সেটাকে মোকাবেলা করবেন। ভূল করেও দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না বা সহকর্মীর উপর দোষ চাপিয়ে দেবেন না। এ প্রসঙ্গে স্টিভ জবসের একটি কথা বলে গেছেন। তিনি বলেছেন,“ কখনও নতুন কাজ শুরু করেছ, ভুল হতেই পারে। সবচেয়ে ভালো ভুল কাটিয়ে উঠতে দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং কাজের প্রতি মনোনিবেশ করা”।

নিজের প্রতি বিশ্বাস রাখা :

  • সফলতার আর একটি অন্যতম গুণ হল নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা।নিজের প্রতি বিশ্বাস আপনাকে নিজেই অজর্ন করতে হবে। তাহলেই সব বাধাঁ অতিক্রম করে আপনিই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মনে রাখবেন নিজের প্রতি বিশ্বাস না থাকলে কোন কিছুই সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় না।

অধ্যবসায় :

  • আপনাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। অলসৈ মানুষের কাছে সফলতা মরিচীকার মতো। তাই কাজের প্রতি অটল থাকতে হবে। নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করাই একজন  সফল ব্যক্তির বৈশিষ্ঠ্য। তাই সফল হতে গেলে অধ্যবসায়ের কোন বিকল্প নেই।

লক্ষ্য স্থির করা :

  • আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যেই আপানার লক্ষ্য স্থির থাকতে হবে। নিজের লক্ষ্যকে মাথায় রেখে সুনির্দিষ্ঠ কিছু কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে লক্ষ্যবিহীন কোন কাজেই সফলতা আসে না।

ধৈর্যশীলতা :

  • ধৈর্যশীলতা সফল ব্যাক্তিত্বের অন্যতম প্রধান গুণ। কারণ প্রত্যেক ব্যাক্তিকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। তবে একজন সফল ব্যাক্তি প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যশীল থাকে এবং খুব শান্ত স্বভাবে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখে। আর এ কারণেই সফলতা ধৈর্যশীলদের সাথেই থাকে। favicon59

Sharing is caring!

Leave a Comment