আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা

আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা

  • মো. সাইফুল ইসলাম খান

শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় এবং বিশ্ব বাজারে চাকুরির ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবরই সচেষ্ট রয়েছে। যুগপযোগী এবং সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে এবং সময়ের সাথে তাল মিলিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একের পর এক নতুন নতুন বিষয় অন্তর্ভূক্ত করছে। বর্তমান সময়ের তেমনি একটি গুরুত্বপূর্ণ এবং চাহিদানির্ভর বিষয় হলো আর্কিটেকচার।

কেন পড়বেন আর্কিটেকচার

স্বল্প সম্পদ ও পরিমিত আবাসযোগ্য জমি এ দেশের ক্রমমর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে সফলভাবে পরিকল্পনামাফিক নগরায়ন ও স্যাটেলাইট সিটি স্থাপন একজন সফল আর্কিটেক্ট কিংবা আর্কিটেকচারাল কোম্পানীগুলোর সামনে এক বড় চ্যালেঞ্জ। বিল্ডিং ডিজাইন, স্থায়িত্ব, শৈল্পিক এবং নান্দনিক করার ক্ষেত্রে ক্রেতামুখী ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এ ক্ষেত্রটির উদ্যোক্তাগণ আর্কিটেকচার বিষয়ের ওপর প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক পড়াশুনা জানা লোকবলের ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।

বাংলাদেশের বহু আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম রয়েছে যাতে কাজ করার মত বিষয়ভিত্তিক পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে। ইউরোপসহ এশিয়ার কয়েকটি দেশ নিজনিজ দেশের চাহিদা পূরণকল্পে ইতোমধ্যেই এ ক্ষেত্রটির বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে আর্কিটেকচার বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্কিটেকচার পড়ার সুযোগ

অপার সম্ভাবনার কথা মাথায় রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলর অব অর্কিটেকচার বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। স্প্রিং সেমিষ্টার ২০১৪ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্কিটেকচারের ওপর পাঁচ বছর মেয়াদি শিক্ষা ব্যবস্থার আওতায় ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রি কার্যক্রম চালু করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব আর্কিটেকচার বিষয়টি অন্তভূক্তি প্রসঙ্গে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন ‘ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে বাড়ছে আর্কিটেকচারাল কোম্পানির সংখ্যা। এ সেক্টরটিতে বিষয় ভিত্তিক জ্ঞানধারী লোকবলের ব্যাপক চাহিদা সত্ত্বেও যোগান নেই। এটা আর্কিটেকচার খাতের বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যাবার অন্তরায়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে বিষয়ভিত্তিক লোকবল সরবরাহের ব্রত নিয়ে ডিআইইউতে আর্কিটেকচার এ পড়াশুনা করে উজ্জ্বল ক্যারিয়ার তৈরির সুযোগ বিদ্যমান। এটা বলাই যায়, এখান থেকে ভালো রেজাল্ট করে বের হয়ে কাউকে বেকার হয়ে বসে থাকতে হবে না।’

বাস্তবসম্মত শিক্ষা কারিকুলাম, মানসম্পন্ন শিক্ষক মন্ডলী, যুগোপযোগী শিক্ষা উপকরণ, উপযুক্ত শিক্ষার পরিবেশ, সীমিত শিক্ষাব্যয় ডিআইইউ এর আর্কিটেকচার ডিপার্টমেন্টকে স্বকীয় ও অনন্য করে রেখেছে। এখানকার শিক্ষার্থীদের দেশের বিভিন্ন স্বনামধন্য আর্কিটেকচারাল প্রতিষ্ঠানে ইন্টারনি করার সুযোগ রয়েছে। এছাড়াও দেশ বরেন্য আর্কিটেক্টগণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার বিভাগের শিক্ষক প্যানেলে অন্তর্ভূক্ত রয়েছেন।

arch-2ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদী ১৯৪ ক্রেডিটের ব্যাচেলর অব আর্কিটেকচার বিষয়ে থাকছে, ডিজাইন স্টুডিও, কম্পিউটার অ্যাপলিকেশন,ম্যাথমেটিক্স ফর আর্কিটেক্ট, ইংলিশ ল্যাঙ্গুইজ স্কিল ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, গ্রাফিক্স অ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রইং, বিল্ডিং ফিজিক্স, ডিজাইন থিওরি, ইকোলজি, আর্ট অ্যাপ্রিসিয়েশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশন, ডিজাইন অ্যাপ্রিসিয়েশন, ডিজিটাল কমিউনিকেশন স্কিল, আর্কিটেকচার অব এনসিয়েন্ট সিভিলাইজেশন, বিল্ডিং অ্যান্ড ফিনিশ মেটেরিয়ালস, ফিজিওলজি, লজিক, আরগোনমিক্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ফটোগ্রাফি অ্যান্ড গ্রাফিক্স রি-প্রডাকশন, কন্সট্রাকশন ডিটেইলস, ক্লাইমেট রেস্পনসিভ আর্কিটেকচার, অ্যাসথেটিক্স, সার্ভে মেথডস, ইন্টেরিয়র ডিজাইন, ফটোগ্রাফি, কন্সট্রাকশন মেটেরিয়ালস অ্যান্ড সিস্টেমস সহ সর্বমোট ৫৮টি বিষয়। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে সিজিপিএ-৩ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ  হতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। ভালো জিপিএ ধারী সহ ভর্তি হবার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভালো রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে।

বিভাগটির বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে ইঞ্জিনিয়ারিং ফেকাল্টির ডিন প্রফেসর ড. সামসুল আলম বলেন, ‘ডিআইইউ এর পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার বিষয়ে একাডেমিক ডিগ্রী অর্জনের পথে একজন শিক্ষার্থী নিয়মিতভাবে ডিপার্টমেন্ট আয়োজিত, আমন্ত্রিত বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ব্যবহারিক প্রজেক্ট, বাণিজ্য উৎসব প্রভৃতিতে অংশ নিয়ে থাকে। মূল কোর্সের সাথে সন্নিবেশিত এসব কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীকে পুরোপুরি দক্ষ ও বাস্তব জ্ঞান সম্পন্ন করে তোলে। দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি কোর্স শিক্ষা দেওয়া হয়।’

যোগাযোগ 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারে প্রতি বছর দুটি সেমিষ্টারে (স্প্রিং ও ফল) ভর্তি নেওয়া হয়। ভর্তির যাবতীয় তথ্য পেতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭ ঠিকানায় যোগাযোগ করতে হবে। টেলিফোন : ৯১৩৮২৩৪-৫, ৯১১৬৭৭৪, ৯১৩৬৬৯৪, মোবাইল: ০১৭১৩৪৯৩০৫০-১, ০১৮৪৭১৪০০৪৫ ফ্যাক্স: ৮৮-০২-৯১৩১৯৪৭। ই-মেইল: info@daffodilvarsity.edu.bd, ওয়েবসাইট: www.daffodilvarsity.edu.bd

লেখক : জনসংযোগ কর্মকর্তা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।favicon59

Sharing is caring!

1 Comment on this Post

  1. পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম,🙂 আমি কি জানতে পারি কোন কোন ইউনিভার্সিাটতে তে এই বিষয় পড়ার সুযোগ আছে ।

    Reply

Leave a Comment