নতুন নতুন বিষয়ে পড়াশোনা

নতুন নতুন বিষয়ে পড়াশোনা

  • ক্যারিয়ার ডেস্ক

গতানুগতিক বিষয়ে পড়াশোনার বাইরে বর্তমান প্রেক্ষাপটে নতুন নতুন বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। বর্তমানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে অনার্স-মাস্টার্স করাচ্ছে। এসব বিষয়ে উচ্চতর ডিগ্রি নিলে সহজেই সুযোগ থাকে ক্যারিয়ার গড়ার।


অপরাধবিজ্ঞান
অপরাধ, রহস্য সম্পর্কে রয়েছে যাদের অনেক আগ্রহ, যারা একটু রোমাঞ্চপ্রিয় কিংবা গতানুগতিক বিষয়ের বাইরে পড়ালেখা করতে চান, তারা পড়তে পারেন ক্রিমিনোলজি কিংবা অপরাধবিজ্ঞান বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে ক্রিমিনোলজি বা অপরাধবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ক্রিমিনোলজি বিভাগে বর্তমানে অনার্স, মাস্টার্স, সঙ্গে রয়েছে এমফিল ও পিএইচডি করার সুযোগ। এই বিভাগের স্নাতক প্রোগ্রাম চার বছরের। মোট আটটি সেমিস্টারে বিভক্ত।

প্রতিটি বিষয়ে চার ক্রেডিট ধরা হয়। মাস্টার্স করতে অবশ্যই যে কোনো বিষয়ে অনার্স (স্নাতক) শেষ করতে হবে। মাস্টার্স প্রোগ্রাম এক বছরের। এ ছাড়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অপরাধবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিভাগটির নাম ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগ। এটি ২০০৪ সাল থেকে স্নাতক এবং ২০১০ সাল থেকে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। প্রথম বছরে মাস্টার্স দিয়ে এ বিভাগের যাত্রা শুরু হয়। পরে ২০১৩ সাল থেকে এ বিভাগে অনার্স চালু করা হয়। বর্তমানে স্নাতক ৩টি ব্যাচ এবং স্নাতকোত্তর ২টি ব্যাচ চলছে। প্রতি বছর অনার্সের জন্য ২৫টি সিট বরাদ্দ থাকে। পারমাণবিক শক্তি প্রকল্প উন্নীতকরণ, নতুন প্রকল্প স্থাপন প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন সাধনের লক্ষ্যে এ বিভাগের অগ্রযাত্রা হয়।

এ বিভাগে ভালো ফল করলে স্কলারশিপের সুযোগ আছে। প্রতি বছর ১০ জনকে স্কলারশিপের জন্য রাশিয়ায় পাঠানো হয়। ভবিষ্যতে পারমাণবিক শক্তি প্রকল্প, পরমাণু নিয়ে গবেষণা করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন নিউক্লিয়ার কোম্পানিতে কাজ করার দারুণ সুযোগ রয়েছে।

সমুদ্রবিজ্ঞান বিভাগ
২০১৫ সালে অনার্সে সমুদ্রবিজ্ঞান বিভাগটি প্রথম চালু হয়। অবশ্য মাস্টার্সে ২০১৩ সাল থেকেই চালু রয়েছে দুই ব্যাচ মিলে। সমুদ্র সম্পদের অজানা জ্ঞান আহরণ করা, সামুদ্রিক অর্থনীতি নিয়ে এ বিভাগে পড়াশোনা করা যায়। ভবিষ্যতে সমুদ্রবিজ্ঞান নিয়ে বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। সমুদ্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলে বিসিএসে চাকরি পাওয়ার সুযোগ আছে।

এ ছাড়া ২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ‘আবহাওয়া বিজ্ঞান বিভাগ’, ২০১৭ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ‘ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ’, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের অধীনে পাবলিক হেলথ বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ নামে নতুন বিভাগ খোলা হয়েছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment