পড়ার বিষয় অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া

পড়ার বিষয় অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া

  • ক্যারিয়ার ডেস্ক

সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের তরুণদের কাছে আইটি সেক্টর প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। ফলে এ সেক্টরে যথাযোগ্য পড়াশোনা ও প্রশিক্ষণের গুরুত্ব বাড়ছে প্রতিদিনই। তাই অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেকচার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি কোর্স করে সহজেই এই পেশাকে আপন করে নিতে পারেন। এ রকম কোর্স করানোর বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে দেশে। তার মধ্যে অন্যতম- দীপ্তি। কোর্স শেষে বাধ্যতামূলক প্রজেক্ট ওয়ার্ক এবং ১ থেকে ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ করানো হয় এখানে। প্রতি বছর ৪টি সেশনে [মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর] এবং ৩টি শিফটে [সকাল, বিকেল ও সান্ধ্যকালীন] এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। যোগাযোগ- দীপ্তি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা। ফোন : ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭।favicon59-4

Sharing is caring!

Leave a Comment