শেষ হলো গ্লোবাল মানি উইক

শেষ হলো গ্লোবাল মানি উইক

  • নিউজ ডেস্ক

তরুণ প্রজন্মকে সঞ্চয়ী, মিতব্যয়ী এবং উদ্যোক্তা তৈরিতে অনুপ্রাণিত করার প্রত্যয় ‍নিয়ে শেষ হলো গ্লোবাল মানি উইক-২০১৬। গত ১৪ মার্চ শুরু হওয়া এ সম্মেলন গতকাল (২০ মার্চ) শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। বাংলাদেশে সম্মেলনটির আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ চ্যাপটার। এতে সহায়তা করে এসিসিএ (থিংক এহেড)। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ইয়ুথ লিডারশীপ টক শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি জনাব কাজী এম. আহমেদ। ইয়ুথ লিডারশীপ টক পর্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাইফাই বাংলাদেশ এর সভাপতি আমেনা হাসান এনা, টিম ইঞ্জিন এর পরিচালক সামিরা জুবেরী হিসিকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা, ব্রিল্যান্সার এর প্রতিষ্ঠাতা মো. শফিউল আলম, এটিএন বাংলার বিজনেস এডিটর ইসমাত জেরিন খান, স্টুডেন্ট ফোরাম প্রেসিডেন্ট ফারিহা খান এবং গেট ইন দ্যা রিং ন্যাশনাল ফাইনাল বিজয়ী ফুড ফর পিপল এর সিইও আতিকুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘২০১৪ সালে বিশ্বের ১১৮টি দেশের ৪৯০টি প্রতিষ্ঠান এবং ৩০ লক্ষেরও অধিক তরুণ এই গ্লোবাল মানি উইকে অংশগ্রহণ করে। ২০১৫ সালে আরো অধিক সংখ্যক দেশ, প্রতিষ্ঠান এবং তরুণ-তরুনী অংশগ্রহন করেছে এবং চলতি বছরেও সমান ভাবে তরুণ-তরুনী অংশগ্রহনের মাধ্যমে গ্লোবাল মানি উইকের কার্যক্রম আমাদের দেশের নতুন প্রজন্মকে সঠিক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম এর হাতে গ্লোবাল মানি উইক কান্ট্রি এ্যাক্সিলেন্স এ্যাওয়ার্ড তুলে দেন চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনাল এর নেটওর্য়াক এ্যাডভাইজরি ম্যানেজার জনাব রেনে কারট্রিরো।

এসময় আরও উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজম্যান্ট (এপিএফএইচআরএম) এর সভাপতি মো. মোশারফ হোসেন, লিডস্ কর্পোরেশন লিমিটেডের চীফ অপারেটিং অফিসার জনাব রানা সোহেল এবং এসিসিএ (থিংক হেড) এর কান্ট্রি ডিরেক্টর মহুয়া রশিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবসবিডিডটকম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গ্লোবাল মানি উইক ২০১৬ এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক কে এম হাসান রিপন।favicon59

Sharing is caring!

Leave a Comment