সাড়ে নয় হাজার নার্স নিয়োগের সুপারিশ

সাড়ে নয় হাজার নার্স নিয়োগের সুপারিশ

  • ক্যারিয়ার ডেস্ক

নয় হাজার ৪’শ ৮৪ জন সিনিয়র নার্স নিয়োগের সুপারিশ করে ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই খবর নিশ্চিত করেছেন।

মাত্র সাড়ে পাঁচ মাসের মধ্যে বিপুল সংখ্যক নার্স নিয়োগ সম্ভব হয়েছে। ৯ হাজার ৪’শ ৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কাগজে ত্রুটি থাকার জন্য ১২৫ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ৩৪তম বিসিএসে ক্যাডারের চেয়ে নন-ক্যাডারে বেশি নিয়োগের সুপারিশের পর এবার মাত্র সাড়ে পাঁচমাসেই সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করলো পিএসসি। গত ২৮ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ঠা সেপ্টেম্বর রবিবার প্রকাশিত চূড়ান্ত ফলে ৯ হাজার ৪৮৪জন নিয়োগের সুপারিশ করা হয়েছে। ক্রটির কারণে ১২৫ জনের ফলাফল স্থগিত রয়েছে। সিনিয়র নার্স পদে যারা চাকরি পেয়েছেন তারা ঘরে বসে মোবাইল ফোনের বার্তায় জেনে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, মাত্র পাঁচ মাস ৬দিনের মধ্যে সাড়ে নয় হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। ২৯ কার্যদিবসে প্রতিদিন ৪শ পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়। পিএসসির সদস্য থেকে শুরু করে সব স্টাফরা রাতদিন পরিশ্রম করে এই ফল প্রকাশ করেছে। নার্স নিয়োগ কার্যক্রম ছিল বিশাল কর্মযজ্ঞ। এর পাশাপাশি বিসিএসসহ পিএসসির অন্যান্য কার্যক্রমও চলেছে।

উল্লেখ্য, বর্তমানে হাসপাতালগুলোতে ১৮ হাজার নার্স আছেন। আরো ১০ হাজার নিয়োগ পেলে সরকারি হাসপাতালগুলোতে সেবা বাড়বে বলে মনে করছে নার্সদের দেখভালের দায়িত্বে থাকা সেবা পরিদপ্তর। এর আগে ২০১৩ সালে ৪ হাজার ১০০ জনকে বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ করা হয়।

সূত্র: ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment